লিমা

0

লিমা
©.......সহিদুল
লিখতে গেলে কিছু আমি লিখতে নাহি পারি,
তুমি শুধু সামনে এসে দাও যে আমায় আড়ি।
মুখের উপর বুকটি চেপে দেখাও মহিমা,
অঙ্গ লীলায় সঙ্গ দিয়ে ছাড়িয়ে যাও সীমা।
মানতেই হবে তোমার কাছে পরাজিত আমি,
কেন যে মোর এমন হলো জানে অন্তরযামী।
অনেক হলো, এবার ভুলো তোমার অভিমান,
ঘোমটা খোলো, মুখটি তোল ওরে জানর জান।
ছন্দ দুটির অদ্যাক্ষর করিলে যোজন,
মহিয়সী যে নারীর নাম হবে প্রদর্শন।
তারি তরে, কবিতাটি করছি নিবেদন,     
ভুল ত্রুটি নিজ গুনে করবে সংশোধন।
  

Post a Comment

0Comments
Post a Comment (0)