গল্প ছলে বুনো শাহ সাবরিনা মোয়াজ্জেম বুনো, (আজ শুধু থাকবে তোমার আর আমার কথা) বুনো, বাইরে ঝুম বৃষ্টি। ঈষাণ কোনে কালো মেঘ! পিঙ্গল মেঘের আড়ালে দুটো পাতিকাক ডানা ঝাপটাচ্ছে! আমার মন মুয়ুরী পেখম তুলে নাচ্ছে তাথৈ তাথৈ করে! দেহে আদিম বান কুমারী জঠরে অনুঢ়া ফল! তুমি অহল্যার রাত্রিতে কাঁচা মাংসে মিষ্টি মধুর ঢেঁকুরে বৈঠাহীন পানসীতে পাল উড়িয়ে চাঁদ সওদাগর পাড়ি দিচ্ছো! নিঃশব্দে স্বপ্ন জাগরণে মর্মর ধ্বনী আর বেদনার গান! বুনো, আমি বিক্ষুব্ধ তরঙ্গ মালায় তোমার উর্মি গুণে যাচ্ছি কিছু ছোঁয়ার আবেশ নিয়ে! এসো বুনো, আঙ্গুলের সাহচার্যে মমতা গুনে যায় তারপর প্রেম লিলা কাঁচুলী ভরা বক্ষের উদ্দামতা নিয়ে। বুনো, সফেদা ফুলের রং রাতের আঁধারে ফোটে অমাবস্যার অন্তরালে আর জেগে থাকে আশাবরি রাগ! ঘর্মাক্ত শরীরে কেবলি নিষিদ্ধ ছোঁয়া জাগে ঢেউয়ের সাথে ফেনিল সাম্পান! বুনো, তুমি মানেই আজন্ম চাওয়া। তুমি মানেই তীব্র বাসনা। তুমি মানেই দীর্ঘশ্বাসের আলাপন। তুমি মানেই শান্তির বারি তুমি মানেই আদিম খেলা! চলো পাশা খেলি! চলো চখাচখি হই! চলো নিত্য বাসে নিত্য রসে একটা সঙ্গমবিহীন রাত কাটায়! বুনো, প্রস্তর মন তোমার সফেদ আয়না! কাব্যতে কি এসে যায় বলো! ইষ্ণ দোষ্ণ প্রেম প্রেম তোমার! কিছু উচাটন মন সদবা চাদর কি বৃষ্টি আলাপনে ভিজবে! পাজা কোলে করে ভাসিয়ে দাও বেনোজলে! আমি হবো খাম খেয়ালীর আকাশে সঙ্গমের ইন্দ্রধণু! যেথা, একটা রাত সেখানে একটা তুমি আর একটা তুমি নিবিড় পাশাপাশি!!!
গল্প ছলে বুনো _ শাহ সাবরিনা মোয়াজ্জেম
November 06, 20202 minute read
1
In Canada, fixed price mortgage interest is not compounded greater than twice each year by law. canada mortgage calculator Each sold loan carries a risk equal to its rate of return. mortgage payment calculator
ReplyDelete