কতদিন হয়নি মা তোমার কোলে শোয়া

0

কতদিন হয়নি মা তোমার কোলে শোয়া কলমেঃ -মো সেলিম হোসেন মা'গো আমার ইচ্ছে করে তোমার কোলে শুয়ে, তালবড়া,নারিকেলের লাড়ু খাবো কোলে শুয়ে, তোমার ছেলে শান্তি রক্ষার মিশনে আছে দূরে, হয়নি কতদিন মাথারাখা তোমার কোলে শুয়ে।
দূর দেশেতে আছি মা অনেক বিপদ নিয়ে, কখন এসে পড়বে গুলি তোমার ছেলের বুকে, হাজার কষ্ট,হাজার ব্যর্থা সবই আছি ভুলে, দূর আকাশে চাঁদের মাঝে তোমার হাসি দেখে।
জানিনা মা কেমনে তুমি আছো আমায় ভুলে, চিন্তা করোনা সামনে মাসে ফিরব তোমার কোলে, মা তুমি তালবড়া,নারিকেলের লাড়ু বানাই রেখো, দেশে ফিরেই খাবো সবই তোমার কোলে শুয়ে।
ছোটভাই আর বোনটি আমার কেমন আছে বলো, মান অভিমান ছিলো যত সবই গেছি ভুলে, বলবে গো'মা তাদের তুমি ভালো আছি দূরে, চিন্তা যেন না করে মা আমায় মনে করে।
মা'গো তুমি আরো তাদের বলবে আদর করে, মাষ্টার মশাইয়ে কথা মত চলতে হবে তাদের, এমন মাষ্টার হয়না দ্বিতীয় সব এলাকা জুড়ে, তাহার কথা না শুনলে বলো বোকা দেবো তাদের।
বাবার শরীর কেমন আছে বলোতো আমায় আগে, ওষুধ-পত্র সময় মত খাচ্ছে ঠিকমত করে, আমায় ভেবে এখনও কি গুবাক গাছে তলে? অবাক চোখে তাকিয়ে থাকে গুবাক ফলের দিকে।
আজ অনেক কথা হলো এখন আমি আসি, সবাইকে আমার সালাম জানিও আমি ভালো আছি। আমার জন্যে দোয়া করতে বলো গো'মা তাদের, সামনে মাসেই বাড়ি ফিরে সব বলব তাদের।

Post a Comment

0Comments
Post a Comment (0)