কত কি হতে চেয়ে
কত কিছুইতো হতে চেয়ে,ত্রিশটি বসন্ত গেলো চলে!
হাজারো স্বপ্নের জালবুঁনে,খুঁজে চলেছি আমি কিছু হব?
কখনও ভেবেছি আমি আকাশের নীল রংয়ের ভেলায়,
কোনো মুক্ত পাখির মত ইচ্ছে ডালায় ভর করে,
সুমধুর কণ্ঠে স্নিগ্ধ সকালে নানান সুরে গাইব গান।
কখনো ইচ্ছে হয় আমি ভরা বাগানের লালটুকটুক গোলাপ ফুল হব,
মনে হয় যেন বিখ্যাত প্রেমিক যুগলের হাতের পরশে সিক্ত হবে ।
বনলতা সেন,মমতাজ,রাণী ভিক্টোরিয়া মোনালিসা বা মেরিঞ্জনার,
মেঘবরণ রেশমীকালো কেশের খোপায় শোভা পাবো আমি।
নইতো বা আমি শঙ্খচিল বা ডাহুকপাখির বেশে নদীর জলের,
ছলাত ছলাত ঢৈউয়ে শব্দে মনের আনন্দে পাখা উড়িয়ে,
নদীর একপাশ হতে অন্য পাশে সাঁতার কাটব ইচ্ছা মতন।
আবার কখনো ইচ্ছে হয় আমি নদীনালা খালবিলের বুকে,
কাশফুল বা শালুক ফুল হব যা দেখে ছোটো ছোটো শিশুরা,
সাদা পালক উড়িয়ে বলবে আমি স্বাধীন বাংলার সাদা মনের মানুষ,
আবার কিশোর কিশোরী হাতে শোভা পাবো আমি শালুক ফুলের বেশে,
নইতো বা মনের মাধুরী মিশিয়ে কিশোর কিশোরীর গলায় মালার বেশে,
ছুটে চলব আমি দুরন্তপণা কেনো খামখেয়ালীর বেশে।
এতো কিছু হতে চেয়ে ছুটে চলেছি আমি শুধু,
আসলে আমি কি হব,ভেবে পায় না উত্তর কিছু?
ত্রিশটি বসন্ত ভেবেই চলেছি হয়ত বা হব আমি কিছু!
শেষমেশ হতে চেয়েছি, না হয় আমি ভালো প্রেমিক হব আমি!
নানা রং এ, নানা ঢং এ লেখব ভালো- বাসার প্রেমের ছন্দ!
অবশেষে হাতে নিলাম কলম তুলে লেখব-প্রেয়সীকে নিয়ে ভালোবাসার ছন্দ!
প্রেম নিবেদন হবে কি আমার লেখার কবিতার ছন্দে?
তবু আমি লেখে চলেছি, শুধু আমার প্রেয়সীর প্রেমিক হব বলে!
ভালো হবে কি না মন্দ হবে! আমি জানি না উত্তর কিছু?
প্রেয়সীর মনে প্রেম জাগলে, হয়ত আমি হব কিছু?
কি হতে চেয়ে কি হব,সেই উত্তরের পেছনে ছুটে চলেছি শুধু!
আসলে আমি কি হব, এই ভাবনাটা এখন প্রিয়সী আমার শুধু--
যদি লেখায় প্রেয়সীর হৃদয় পায় তবে হয়ত হবে আমার কিছু?
তাহলে হয়ত বাকীটা জীবন প্রেয়সীকে নিয়ে লেখব ভালোবাসার ছন্দ।
অতপর আমি কি হব, ভবিষৎই বলে দেবে আমায় সব উত্তরটুকু ?
শাখাওয়াত হোসেন যাযাবর