চাইনা নষ্টদের মা হতে

1


চাইনা নষ্টদের মা হতে
হে নষ্টরা,
বুকের মাংস আর উরুর মাংসের
তফাৎ বোঝো নাকী গুলিয়ে ফেলো!
বারোয়ারী বাতাসে নারী রমণী হয়
শুধু তুমি রমণের জন্যে!
তবে কেনো হুল ফোঁটাও
অধরার জাল বুনে বুনে!
নারী বাজার দর একেবারেই কম?
কি মনে হয় তোমাদের?
কিশলয় দখিণা পবনে
নারী চুল উড়াবে
ইচ্ছে হলে দূর থেকে দেখো!
সৌন্দর্যের জন্যে নারী জন্ম!
নারীর অগগন স্বপ্নে কেনো হাতছানি দাও
বিশ্রী রূপে বিশ্রী ভাবে!
একটু ভেবো দেখো,
শুধু একটুর জন্যে কতো মুকুল
অকালেই ঝরে যায়!
সৌন্দর্য্যের ছ-টা দেখে
তাকে তোমরা পায়ে দলে
ভিন্ন ফুলে ভর করো!
তার পায়ে ই চৌহদ্দির শিকল পড়াও!
তার আব্রুর বিনাশ তোমার এগুয়ে সমাজ
তোমাদের অসুর পেশী শক্তি!
তাই একেশ্বরবাদী ঈশ্বরকে বলছি
নারীকে তুলতুল করেছে বাগান বিলাসে!
হে ঈশ্বর,
আমি, আমরা নষ্টদের উচ্ছিষ্ট হতে চাইনে!
বুকের ভেতর দগ্ধ নীল ট্রমা বাড়াতে চাইনে!
কর্কট আমি জীবনবেদী আঁধারের
সড়কের বিভাজন হতে চাইনে!
তারচেয়ে ভালো অন্ধ করে দাও আমায়!
নয়তো নিয়ে যাও তোমার জাহান্নামে
যেখানে পুড়বো কিন্তু উচ্ছিষ্ট হবোনা!
যাদের চোখ এখন নষ্টদের দখলে
তাদের জন্ম আমাদের জঠরে দিবেনা!
চাইনা আর কোন নষ্ট পুরুষের মা হতে!!!
শাহ সাবরিনা মোয়াজ্জেম

Post a Comment

1Comments
Post a Comment