বিরহ ব্যথা _ হাসনাহেনা রানু

0


বিরহ ব্যথা

হাসনাহেনা রানু


ঠোঁটের বাঁকে এক চিলতে দুষ্টু হাসি দেখে

তুমি বলেছিলে –

এ কিসের হাসি ?

আমি চঞ্চলা হরিণীর মত বললাম,

তোমাকে ভালবাসি…..

এ সেই আনন্দের বহিঃ প্রকাশ,

তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে অমনি !


একদিন আমার কাছ থেকে তুমি বিদায় চাইলে,

আমি কাঁদলাম —

তুমি আমার চোখের জল স্পর্শ করে বললে,

এ কিসের জল ?

আমি বিরহ বেদনায় নীল হতে হতে বললাম,

তুমি আমায় ছেড়ে যাচ্ছ

এ সেই কষ্টের ( নোনাজল) বহিঃপ্রকাশ

অমনি তুমি ছিটকে গেলে কিছু দূর !

আমার বুকের গভীরে ক্ষত সৃষ্টি করে

সত‍্যিই তুমি চলে গেলে…?

আমি শুধুই চেয়ে চেয়ে দেখলাম,

দূরে যেতে যেতে সে তুমি চলেই গেলে

আমি কাঁদলাম !

Post a Comment

0Comments
Post a Comment (0)