প্রেম
রীনা আক্তার
❑
প্রেম ধর্ম, প্রেম চিরন্তন,
প্রেমই হল সত্য
প্রেম মানুষের মনকে করে
উন্মুক্ত।
প্রেম হৃদয়ের অমৃত ক্ষুধা,
পান না করলে মিটেনা তৃষ্ণা
।
প্রেম হৃদয়ের যৌবন জোয়ার,
প্রেম হীন হৃদয় অথই আধার।
প্রেম মানুষের জীবন মরন
প্রেম হৃদয়ের প্রান।
প্রেম মানুষকে বাঁচতে শেখায়
প্রেম জীবনের গান।
প্রেমের জ্বালা হাসতে জানে
কাঁদতে জানে না
প্রেম কখনও ছোট বড় বিচার
করে না,
প্রেম হৃদয়ে স্থান দিয়ে
কেউ নিরাশ হইয়ো না,
প্রকৃত প্রেমের ধ্বংস হলেও
মরন হবে না।
❑
মানিকগঞ্জ

