স্বপ্নের রাজ্যে
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
ভয়ে নিজ আতকে উঠি ভাবি হ্নদয় কোণে 
   স্বপ্নের কিছু কথা ভাই করিব বর্ণন,
       তবে ভাইসব শুনুন মোর কথা
 স্বপ্নে আমি উড়িয়ে চলি স্বপ্নের পাখায় চড়ে।
দেখো সবে---
  স্বপ্নে আমি উড়ে চলি আপনজনের দ্বারে
   সেথায় আমায় তারা ঘৃনায় চোখে দেখে,
   সেখান থেকে উড়ে চলি সমাজের তরে
  সেথায় দেখি তবে গোত্র-গোত্রে দ্বন্দ্ব বেঁধে রয়।
দেখো সবে---
  ভয়ে আতকে উঠি-স্বপ্নের সমাচার বলি
 ভয়ে আমি উড়ে চলি অচেনা কোনো গাঁয়ে,
সেখানে দেখি ইট পাথরের তৈরি ঘরবাড়ি 
   নেই অনুরাগ নেই ভালোবাসার ছবি।
দেখো সবে---
  ভয়ের রাজ্যে ভয়েরা সব ঠোকাঠুকি করি
  হায়! ভয়ের রাজা কয় এমন কেন হয়,
   হতাশ হয়ে উড়ে চলি কৈলাস পর্বতমালায়
সিংহের ভয়ে লুকাইছে প্রাণী-গুহা তরুবনে।
দেখো সবে---
   ভয়ে আমি ঝরসর ছুটে চলি অবিরত
 অফিস আদালত আইন বিচার প্রার্থী যারা,
সাম্যনীতি ধূলোয় ধুসর কালিমায় পরে তারা 
হায় ! ভাবছি আমি দেখে করি কি এখন?
দেখো সবে---
  আতকে উঠে থামি, দেশটা কি ভাই স্বাধীন ?
     কিসের লোভে অর্থ চুরি-কোনবা আঁশে,
     অর্থ পাওয়ার লোভে ছুটে চলছি পথে
     আর কতদিন বলুন এমন ছবি রবে ?
দেখো সবে---
         স্বপ্নেরা বিভোর স্বপ্নের রাজ্যে
          হতাশ হয়ে ভাবি হ্নদয় ভরে,
বিহঙ্গের কিচিরমিচির আওয়াজে মুখরিত ভোর
   হঠাৎ আমি জেগে উঠি আযানের ডাকে ।।

