জীবন্ত ফসিল _ শাহ সাবরিনা মোয়াজ্জেম

0

জীবন্ত ফসিল
শাহ সাবরিনা মোয়াজ্জেম
চোখের নিমিষেই চোখের সামনেই ধুলো উড়ানো অতীত! গতদিনের চিঠির বাক্স আজ বড্ড মলিন! গতদিনের চঁড়ুইয়ের বাসাটা আজ উধাও! অকেজো ল্যান্ড ফোনটার গায়ে অযাচিত মাকড়সার জাল! ব্যাপার খানা দারুণ বিস্ময়ে অবাক কেননা সবাক চিত্র হয়ে চিরকুট গুলো এখনো রঙ্গিন! অযত্নে রাখা কার্ড গুলো এখনো জীবন্ত! তাই ভেবেছি ডাকবাক্সে বেনামে ফেরত পাঠাবো চিঠি আর কার্ড গুলো! কারো অস্তিত্ব জমে না থাক! তবুও মনের ঘরে আতিপাতি করে অবসরে কিছু অতি দরিদ্র ক্ষণ! জেগে আছে চর! চরের পারাবারে ই যেনো রং চটা খেলাঘর আর কুটুম পাখির এক রোখা ডাক! আর কতো গীতিময় জীবন! আর কতো ফেলে আসা লাঙ্গল কোদালহীন জীবন! আমিও যে দিন দিন বড্ড অকেজো হয়ে পরছি! পরম মমতায় উত্তরসুরীরা খুটিয়ে খুটিয়ে দেখছে আমার বাধর্ক্যের ডাক! চামড়া ঝুলছে, দেহ দুলছে কাঁচা পাকার রূপান্তরিত হচ্ছে ঝরে পড়া চুল গুলো! আমি আয়নার কাছে আর আয়োজন করে আর দাড়াইনা! আমি যেনো আয়নার কাছে আদীম রূপসী নারী থেকে বুড়ো বন বিড়ালে রূপ নিচ্ছি! গলার স্বর বদলে যাচ্ছে নিশ্চুপ! কৃত্রিমতায় ঢেকে দিচ্ছি নিজেকে! কিন্তু মনে আদৌ শান্তি নেই! তাই একাকী দাঁড়িয়ে বন্ধ বারান্দায় নিঃশ্ব চরাচরে আমি একা,একেলা অবিচ্ছেদ্য ভাবে শুধু খোলস ছড়ানো জীবন্ত ফসিল!

Post a Comment

0Comments
Post a Comment (0)