শব্দ শিকারী _ হাসনাহেনা রানু

0
শব্দ শিকারী
হাসনাহেনা রানু
সেদিন চোখের পাতার সবুজ তিলটা অত কথা বলেনি ঠোঁটের বাঁকে ধোঁয়াটে তিল , এক দুরন্ত নীরবতা ভেঙ্গে গাঢ় স্বরে কথা বলেছে : এক তিলের জন্য মুঠো ভর্তি নক্ষত্ররা ও ম্লান হয়েছে ... কেননা, তিলের সৌন্দর্য প্রখর ! মেঘ মুক্ত স্বচ্ছ নীলাকাশের মতো -- যেন গোলাপে প্রথম বৃষ্টির ফোঁটা , কিম্বা ভোরের সাদা ঠোঁটের ঘাস বুকে এক বিন্দু শিশির ; সাগরের বুকে জলের নকশায় ঢেউ আঁকা গল্পরা ভেসে বেড়াচ্ছে সন্ধ্যার আকাশ ছুঁয়ে দূর দূরান্তে , শ্যামল সবুজ ঘন জলে মিশে গেছে প্রেমিকার চোখের জল : শীর্ণতায় কি কাঁপছে শরীর লুকোচুরি খেলার ছলে -- সীমানার ওপারে , অধরোষ্ঠের কম্পন সুস্থির চিবুকের স্পর্শে অবিরাম দগ্ধ হল দু'টি সুঢৌল বিত্তান্ত নীল রঙে ------ আমি শব্দ শিকারী ; --- তুমি কবিতার ঠোঁটে তিলোত্তমা তিল .. অজস্র অক্ষরের ভালবাসার ছোট্ট এক তিল কবিতার শিরোনামকে মনোরম করে তুলেছে ... একজন প্রেমিক বলেছিল, প্রেমিকার ঠোঁটের ছোট্ট তিল নারী মনের শ্রেষ্ঠ রং ছড়ায়, আকাশের পূর্ণিমা চাঁদ হয়তো নেমে আসবে তিলের পাশে -- একজন কবির কথা : প্রেমিকার ঠোঁটের ছোট্ট তিল পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ শ্রেষ্ঠ কথা!

Post a Comment

0Comments
Post a Comment (0)