হাসনাহেনা রানু
আমি আসব বলে কি
দাঁড়িয়েছিলে ধান সিড়ি নদীর
তীরে?
ভালবাসবে বলে কি দু'হাত বাড়িয়েছিলে বুকে
টেনে নিতে ?
হাওয়ায় দোলা শুভ্র কাশফুলের
নিবিড় অরণ্যে নীল শাড়ি,
নীল টিপে সেজেছিলাম নিজেকে
অনন্যা করে।
ঠোঁটের বাঁকে ছোট্ট এক কালো তিল
দেখে ----
তোমার ওই ভেজা ঠোঁটের
বাঁকে রিনিঝিনি হাসির ছন্দে
মুখরিত হয়েছিল কি অচিন লোকে
:
আমার জানা হয়নি সে
কথা।
আমি আসিনি ভালবাসিনি,
আমার প্রেমে তুমি ভাসনি !
নিঃসঙ্গতা কি ছুঁয়ে ছুঁয়ে
গেছে তোমাকে ?
ওই দুই চোখ ভেসেছিল
কি চোখের জলে ?
কেন আসিনি কাছে টানিনি : ভালবাসিনি
সুরের মোহনায় ভাসাইনি ----
অভিমানে ভরেছে কি তোমার নিকানো
মন ;
এই লুকোচুরি ধাঁধা ভাললাগে না
অনুরাগ রাগ করো না
।
এখন মেঘলা তোমার মন কাঁদে সারাক্ষণ
কি করে বলব অনুক্ষণ
একটা উপায় বলো না ,
আমার ভালবাসার নীল কষ্টে এক
সমুদ্র বয়ে যাবে
তোমার চোখে রবীন্দ্র ভাবনা
:
অমিত হয়েই ছুঁয়েছ গভীর রাতে ফোঁটা
লাবণ্য স্বপ্ন কুঁড়ি ----
সে কি আমি জানি
না?

