আমার একটা প্রথমা আছে

0


আমার একটা প্রথমা আছে
........................................✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
জীবন থেকে অনেকটা বছর ঝরে গেছে।
আস্তে আস্তে অনন্ত অসীম জীবনের দিকে ধাবিত হচ্ছি।
জীবনের অনেকটা বছর পেরিয়ে আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে,
যেখান থেকে ইচ্ছে করলেই বলা যায় না,
"তোকে না পেলে মরে যাবো!"
বুকটা ফেটে চৌচির হয়ে গেলেও কাউকে ডেকে বলা যায় না যে,
"আমার একটা প্রথমা আছে যার জন্য অসম্ভব কষ্ট হচ্ছে।"
জীবনের এমন একটা অন্তে অবস্থান যে,
কাউকে ডেকে বলা যায় না,
"জানেন! আমার একটা প্রথমা আছে যার কাছে আমি তার কেউ না,
কিন্তু সে আমার সব,
আমি তার জান হতে পারিনি কিন্তু সে আমার জান।"
একটা বয়সের পর হাত কেটে রক্তাক্ত করে কাউকে দেখানো যায় না,
কিন্তু রক্তের স্রোতধারা হৃদয়ে ঠিকি বয়র যায়।
মানুষের সামনে কষ্টের লোনা জল ফেলা যায় না।
কষ্ট বোধ কিন্তু একই রকম হয়।
কারণ, বয়স তো হয় শরীরের,
মনের কোন বয়স নেই, মন কখনো বয়স্ক হয় না,
মন সারাজীবনই একই রকম কষ্ট পায়।
অবহেলার আঘাতে মনটা দুমড়ে মুচড়ে যায়,
কষ্টের ইটভটায় পুড়ে পুড়ে মনটা ঠিকই ঝামা হয়,
শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে।
একটা বয়স পেরোনোর পর কারো জন্য ফুপিয়ে কান্না করা
বা কল রিসিভ না করলে
কিংবা মেসেজ সিন না করবার কারণে ঝগড়া করলে
লোকে বলবে, "তুই কি পাগল নাকি?"
কিন্তু সেই বয়সেও যে মানুষের মন একই রকমই কষ্ট পায়।
একই রকম খুশী হয় প্রশংসায়,
শুধু প্রায়োরিটিটা বদলে যায়,
প্রিয় মানুষটার বদলে স্বামী কিংবা স্ত্রী অথবা স্বামী-স্ত্রী'র বদলে সন্তান।
কষ্ট যতই হোক, মনের অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রটা
কমতে শুরু করে আস্তে আস্তে।
চিৎকার করে কাঁদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়।
একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই!
আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই।
কারণ মনের কোন বয়স না থাকলেও
দেহের বয়সের সাথে সাথে বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে।

জানি না এ নিষ্ঠুরতার অনলে আর কত পুড়বে এ পোড়া অন্তর!!! 



Click 👇 THIS LINK


Post a Comment

0Comments
Post a Comment (0)