এলো খুশির ঈদ
শামছুন ফৌজিয়া
❑
মুসলিম উম্মাহর ঘরে ঘরে
এলো খুশির ঈদ,
রমজানের ঐ রোজার শেষে
নাইরে চোখে নিদ্ ।
ঈদের দিনে ধনী-গরীব নাই
ভেদাভেদ নাই,
রমজানের ই শিক্ষা হলো
মোরা ভাই ভাই ।
করোনার ছোবল ছড়ালো বিশ্বে
ঈদের খুশি ম্লান,
কোভিড ঈদের এই সংকটে
গাইবো সাম্যের গান।
মুমিন বান্দার ঈমান পরীক্ষা
কঠিন বিপদে,
দুখীর তরে কাঁদে যেন প্রাণ
মিলাব কাঁধ কাঁধে ।
যাকাত ফিতরা সঠিকভাবে
আদায় করলে ভাই,
দুখীর ঘরে সুখের হাসি
বিলিয়ে দিয়ে যাই।
Happy Eid has come
Shamsun Fouzia
❑
In the homes of the Muslim Ummah
Happy Eid has come,
At the end of that Ramadan fast
No sleep in the eyes.
There are no rich or poor on the Eid day
There is no difference,
This is the lesson of Ramadan
We are brothers.
Corona spread all over the world
Happy Eid faded,
In this crisis of Kovid Eid
Will sing the song of equality.
Test the faith of the believing servant
Tough in danger,
The soul cries for the poor
Will keep it shoulder to shoulder
Correctly Zakat Fitra
Brother, If bounty properly,
Happiness smiles in the woeful house
Spread out let's go through.
Shamsun Fouzia
9/5/21
New York, USA.

