বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী

1


বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী 

অসাধারণ প্রতিভাবান কবি, যার লেখা প্রাণের কথা বলে, জীবনের কথা বলে, মানুষকে মানুষ হওয়ার পথ দেখায়, সেই ক্ষণজন্মা বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মদিনে আমার এ ক্ষুদ্র নিবেদন।

চির উন্নত শির

তুমি বীর..

চির উন্নত তব শির

তব প্রতিভা যে ছিল গগনস্পর্শী

শিখর হিমাদ্রীর!

বাংলার শত কবিদের মাঝে

তুমি জ্বলজ্বলে সূর্য,

তব একহাতে ছিল বাঁশের বাঁশরী

আর হাতে রণতূর্য।

তুমি তুলেছিলে সুর ঝংকার,

অত্যাচারী পেয়েছিল ভয়;

শুনিয়া তোমার হুংকার।

হয়ে ঝঞ্ঝা, হয়ে ঘূর্ণি,

আসমানসম জাতের দেমাগ

দিয়েছিলে তুমি চূর্ণি।

যত জঞ্জাল, যত মন্দ,

ফুৎকারে সবি উড়িয়ে দিয়ে যে..

পেয়েছ তুমি আনন্দ।

কালোকানুন, কালো আইন,

চুরমার করে দিয়েছ যে তুমি

হয়ে ভাসমান মাইন!

প্রেম কবি তুমি..

প্রাণে ছিল প্রেম হিন্দোল

বিলিয়েছো প্রেম জগত ব্যাপিয়া

ভোলাতে সকল কোন্দল।

তুমি বিদ্রোহী রণ-ক্লান্ত,

সাম্য ও প্রেমের কেতন উড়িয়ে

হয়ে গেছ আজ শান্ত!

ভালবাসা তব, তব অবদান

কভুও এ জাতি ভুলিবে না,

তব নব নব সৃষ্টি উল্লাসে

মোদের হৃদয় দুলিবে না।

তুমি বিদ্রোহী, কেন ক্লান্ত?

অসময়ে কেন কাঁদায়ে ভুবনে

হয়ে গেলে বলো শান্ত?

ফরিদা ইয়াসমীন নার্গিস

২৫ মে ২০২১খ্রীস্টাব্দ

১১ই জৈষ্ঠ্য ১৪২৮ বঙ্গাব্দ

পিরোজপুর।

Post a Comment

1Comments
  1. Gambling in Connecticut: Legal gambling in Connecticut is a bad idea
    Connecticut doesn't have a legal, 진주 출장샵 legal online sportsbook, but it is 김천 출장안마 up and running in the state's Senate 경산 출장샵 and 남원 출장안마 the state's House 김포 출장안마 of Representatives.

    ReplyDelete
Post a Comment