কুসংস্কার ❑ মমতাজ পারভীন

0

কুসংস্কার

মমতাজ পারভীন।

'কুসংস্কার' কথার অর্থ খারাপ যে সংস্কার,

যুক্তিহীন অন্ধ বিশ্বাস মানুষের জন্য অহিতকর।

যে স্থানে পৌঁছেনি শিক্ষা-বিজ্ঞানের আলো,

কুসংস্কারের রাজত্ব সেথায় চলে বেশ ভালো।

সাপে কাটা রোগীকে আর হাসপাতালে নয়,

ওঝার কাছে গেলেই তার সুচিকিৎসা হয়।

মনোবাসনা পূর্ণ করতে মাধুলী করে ধারণ,

প্যারালাইসিস হলে নাকি ডাক্তার দেখানো বারণ।

স্বামী সোহাগী সে মেয়েটি যার ঘামে সিক্ত নাক,

হঠাৎ করেই বিপদ আসে ডাকলে নাকি কাক।

বাম চোখটি কাঁপিলেই দুঃখ আসে বটে,

পাখি ডাকলে কুটুম আসে মিষ্টিমন্ডা হাতে।

গাদা গাদা টাকা আসে ডান হাত চুলকালে,

যাত্রাটা হয় খুব অশুভ খালি কলসি দেখলে।

জোড়া ফল খেলে না-কি জমজ সন্তান হয়,

আছেন অনেক মানুষ যারা এমন কথা কয়।

সূর্য গ্রহণে গর্ভবতী বাইরে থাকলেই খারাপ,

তাহলে যে সন্তানের উপর পড়ে রাহুর প্রভাব।

রয়টার্সে পেলাম, নয়াদিল্লিতে গোমূত্র করছে পান-

করোনা থেকে বাঁচতে কেউ গোবরে করছে স্নান।

আরও কত যে কুসংস্কার! করতে হবে বন্ধ,

নইলে সবাই রয়ে যাবে চোখ থাকিতে অন্ধ।।

Post a Comment

0Comments
Post a Comment (0)