মিলন তিথির শুভক্ষণে ❑ পপি প্রামানিক

0

 


মিলন তিথির শুভক্ষণে

পপি প্রামানিক

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

এসো ওগো সখা           মেলে দু'টি পাখা

এক সাথে উড়ি আকাশে,

জ্যোৎস্না মাখা রাতে        হাত রেখে হাতে

স্বপ্নের মাঝে যাই ভেসে।

জ্যোৎস্নার স্নিগ্ধ মায়ায়        আধো আলো ছায়ায়

হৃদয়ে রাখবো তোমায় ঢাকি,

কাজল কালো আঁখি           মোর মনো পাখি

চাঁদের আলোয় তোমায় আঁকি।

মোহনীয় চাঁদের দেশ       ছড়িয়ে সুখের আবেশ

আজি গড়বো ফুলের বাসর,

নিশ্চুপ, নিঝুম, নির্জনে       মিলবো মোরা দু'জনে

হয়তো আসবে নতুন প্রহর।

চলবে সেথায় খুনসুটি        হেসে হবো লুটোপুটি

থাকবে না কোনো দুঃখব্যথা,

তুমি হবে চিরসাথী       জ্বালিয়ে সুখের বাতি

বলবো শুধুই হৃদয়ের কথা।

মিলন তিথির শুভক্ষণে       বাঁধবো হৃদয়ের বন্ধনে

জ্যোৎস্না স্নাত হয়ে ভাসবো,

তোমার উষ্ণ ছোঁয়ায়          জ্যোৎস্নার ঝর্ণা ধারায়

তোমার কাছেই ফিরে আসবো।


Post a Comment

0Comments
Post a Comment (0)