আমার নিঃসঙ্গতা _ হাসনাহেনা রানু

0



আমার নিঃসঙ্গতা

হাসনাহেনা রানু

চারিদিকে এত প্রাচুর্যতার মাঝে বড় নিঃসঙ্গ আমি

যেমন নিঃসঙ্গ, অসংখ্য তারার মাঝে ভোরের সুখতারা ;

নিঃসঙ্গ ওই গভীর রাতের আকাশের বিবর্ণ চাঁদ

চাঁদ আর আমি একাকার বিবর্ণ আকাশ এবং পৃথিবীতে...

রাতের পৃথিবীটা ঘুমিয়ে থাকে

অথচ পান্ডুর চাঁদ সারারাত জেগে থাকে আকাশের বুকে ,

কেউ দেখে না তার এই নিঃসঙ্গতা

কিন্ত কেন এই নিঃসঙ্গতা ?

আমার এই নিঃসঙ্গতা কি ভোরের শিশির?

অথবা গোধূলি লগ্নে হারিয়ে যাওয়া কোন কান্না?

নাকি পূর্ণিমা চাঁদের মায়াবী কোন স্বপ্ন ?

তুমি কত কাছে আমার ভালবাসা হয়ে আছ আমার ভেতর বাহির জুড়ে

তবু আমি আশ্চর্য এক সমুদ্র জল হয়ে আছি

একা,

আর তুমি সে সমুদ্র আমার বিরহী নিঃশ্বাসে ;

আজ কি খোঁজ আমার দু' চোখের গভীরে?

ও আমি কতটা একা...

কতখানি নিঃসঙ্গ ?

জানো গোলাপ সুন্দর !

তবু কেন সে গোলাপ ঝরে পড়ে?

আমার ভেতরেও ক্ষয় আছে নৈঃশব্দের ;

হয়ত ভালবাসার মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারিনি বলেই

আমার এই নিঃসঙ্গতা ।

আবার এমন ওতো হতে পারে

তোমার কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি বলেই

আমার এই নিঃসঙ্গতা !

 


Post a Comment

0Comments
Post a Comment (0)