ওরা প্রাইমারির নূরী

0



ওরা প্রাইমারির নূরী

মমতা পাল

 

এ্যালার্ম বাজছে বেশ  জোরেসোরে ঘড়িতে তখন তিন

তড়িঘড়ি করে উঠে পড়ে নূরী শুরু হলো তার দিন।

হাতমুখ ধুয়ে সেহেরি খেয়ে নামাজ পড়তে যায়

চোখ দু'টো তার জলে ভরে যেন কেউ না দেখতে পায়।


ঘরে তার আছে রুগ্ন শ্বশুর, শ্বাশুড়ি চোখে না দেখে

দুই বছরের ছোট্ট শিশুকে কেইবা আগলে  রাখে!

শহরের পানে ছোটে তার স্বামী কোর্টের উকিল বলে

দিনগুলো তার কাটে যেন হায় লক্ষ কথার ছলে।


স্কুল তার অজপাড়া গাঁয়ে চলেনা সেথায় গাড়ি

মা ছাড়া হয়ে ছোট্ট শিশুটি কেমনে থাকে গো বাড়ি!

যাওয়ার সময় মনটা তার বড্ড কাঁদে গো যেন।

রমজান মাস! তবুও স্কুল!! ছুটি হলনা কেন!!!


কেনর কোন উত্তর নেই সবটা তামাসা ফাঁকি

বুক তার ফাটে মুখ নাহি ফোটে সান্ত্বনা দিয়ে রাখি।

হয়তো করোনার ঘাটতি পুষাতে বাড়তি ক্লাস করি

 জীবন যেন সত্যি এখন মরার আগেই মরি।


হাইস্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়  একদিনে হলো বন্ধ

শুধু প্রাইমারির বেলায় সবারই চোখ এমন কেন গো  অন্ধ!

ভেবেছিল নূরী পুরো রমজান পরিজন লয়ে সাথে

প্রার্থনা আর সেবা শুশ্রুষায় রবে যে তখন মেতে।


স্কুলের টাইম তেমনই আছে শুধু খাওয়ার ঝামেলা নাই

অফিসের সব কাজগুলো তার তেমনই করা যে চাই।

শিক্ষক কম দু 'একদিন ছুটি গো মেলেনা তার

রোজা রেখে তাই ক্লাস করতে কষ্ট হয় গো তার।


বার বার করে ঠোঁট যে শুকায় গলা হয় তার কাঠ

প্রকৃতিতে তখন চৈত্রের খরা ফেটে গেছে মাঠ ঘাট।

নিজ হাতে নূরী ইফতার বানায় সাথে মাছ, ডিম, ডাল

সবটা বিলোবে মসজিদে আজ পড়শিরা খাবে কাল।


দ্রব্যের দাম দ্বিগুণ হয়েছে শুধু বাড়েনি নূরীর দাম

তৃতীয় শ্রেণির কর্মচারী! শিক্ষক শুধু নাম!!

এত অপমান এত অবহেলা মানা যে বড় দায়!

কি আর করা প্রাইমারির শিক্ষক তাই সবটা এমনই হায়।


কত যে  স্বপ্ন কত আশা লয়ে এসেছিল এইখানে

এত বৈষম্য!! কেমনে সইবে!!! টান পড়ে সম্মানে!!!!

এত যে কষ্ট! এত যে পীড়ন!! কেমনে সইবে নূরী!!!

শুধু কি নূরী!  তারই দলে এমনি আছে যে ভূরি।


শুধু কি নারী! লৌহ মানবী!! সবটাই তার সওয়া

কিসের বর্ষা! কিসের গ্রীষ্ম!! কিসের শীতের হাওয়া!!!

নূরীরা বুঝি এমনই হয়! কষ্ট হৃদয়ে লয়ে

সইতে সইতে একদিন হায়  নীরবে যায় গো ক্ষয়ে।


ক্লান্ত দেহে রাত বারটায় ঘুমাতে যাওয়ার কালে

নিজেকে শুধায় এই কি জীবন! এই কি  ছিল  ভালে!!

প্রার্থনা করে ওগো দয়াময় দিও গো আমারে শক্তি

শত আঘাতেও থাকে যেন গো  তোমাতে আমার ভক্তি।


হিংসা দ্বেষ ভুলাও প্রভু মনেতে আনো গো শান্তি

রমজানের এই পবিত্র শিখায় ঘুচাও  সবার ভ্রান্তি।

মনের কালিমা দূর করে  আনো মমতার বারিধারা

রুক্ষ শুষ্ক জীবন যেন গো সুখে সুখে হয় সারা।


দু'টো হাত তুুলে ওগো দয়াময় প্রার্থনা করি আমি

অবুঝ আমি আমার প্রার্থনা কবুল করো গো স্বামী।

Post a Comment

0Comments
Post a Comment (0)