দেশের অহংকার ডেপুটি স্পিকার ❑ আবু তাহের

0


দেশের অহংকার ডেপুটি স্পিকার

আবু তাহের

সাঘাটা-ফুলছড়ির এমপি যিনি

জনগণের অহংকার,

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার

একাধারে দুইবার।

জনগণকে ভালবাসেন এমন তিনি

যেমন নিজের সংসার,

তাইতো তাঁরে এমপি করে

ভোট দিয়ে বারংবার।

ক্ষমতা আছে ব্যাপক তাঁর

তবু তিনি নিরাহংকার,

হাসি মুখে বলেন কথা

ভক্ত রেখে পাশে তাঁর।

ভক্তের শোকে কাঁদেন তিনি

দেখছি মোরা অনেকবার,

কবর জিয়ারত করেন তিনি

নিজে মোনাজাত করে তাঁর।

দূর্যোগ এলে সংসদ ছেড়ে

নিজ আসনে বারবার,

বন্যার সময় পানিতে নেমে

ত্রাণ দিয়েছে বহুবার।

দুই উপজেলায় ভক্ত তাঁর

হয়েছে হাজারে হাজার,

ভোটের সময় এলেই তারা

তোলে প্রচারের ঝড়।

এমন বড় মনের মানুষ

পাবেকি জনগণ আর,

তাইতো সাতবার হয়েছে এমপি

ছিলোনা সাথে জুড়ি তাঁর।

ভেলু ডাকতো মায়ে তাঁর

সেবিতো মাকে আজীবন ভর,

মাতৃভক্তিতে নিখাদ তিনি

এটা তাঁর অহংকার।

ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার

সবার মতো ছিলো তাঁর,

আল্লাহ নিয়েছে তাঁর দুই ছেলেরে

জনগণকে দিয়ে ভার।

তিনবছর আগে মাকে হারিয়েছে

গত বছর হারালো স্ত্রী তাঁর,

তাদের শোকে কাতর হলেও

পাশে থাকে জনগণ তাঁর।

স্বজন হারানোর বেদনা সইতে

আল্লায় ডাকেন বারবার,

হজ্ব করেছেন বাবার জন্য

মক্কায় গিয়ে একবার।

ভেলু মিয়া ডাকেন সবাই

ফজলে রাব্বী নাম তাঁর,

দেশ বিদেশে চিনেন তারে

মোদের দেশের অহংকার ।


Post a Comment

0Comments
Post a Comment (0)