আবু তাহের
❑
সাঘাটা-ফুলছড়ির
এমপি যিনি
জনগণের অহংকার,
জাতীয় সংসদের
ডেপুটি স্পিকার
একাধারে দুইবার।
❑
জনগণকে ভালবাসেন
এমন তিনি
যেমন নিজের সংসার,
তাইতো তাঁরে
এমপি করে
ভোট দিয়ে বারংবার।
❑
ক্ষমতা আছে ব্যাপক
তাঁর
তবু তিনি নিরাহংকার,
হাসি মুখে বলেন
কথা
ভক্ত রেখে পাশে
তাঁর।
❑
ভক্তের শোকে
কাঁদেন তিনি
দেখছি মোরা অনেকবার,
কবর জিয়ারত করেন
তিনি
নিজে মোনাজাত
করে তাঁর।
❑
দূর্যোগ এলে
সংসদ ছেড়ে
নিজ আসনে বারবার,
বন্যার সময় পানিতে
নেমে
ত্রাণ দিয়েছে
বহুবার।
❑
দুই উপজেলায়
ভক্ত তাঁর
হয়েছে হাজারে
হাজার,
ভোটের সময় এলেই
তারা
তোলে প্রচারের
ঝড়।
❑
এমন বড় মনের
মানুষ
পাবেকি জনগণ
আর,
তাইতো সাতবার
হয়েছে এমপি
ছিলোনা সাথে
জুড়ি তাঁর।
❑
ভেলু ডাকতো মায়ে
তাঁর
সেবিতো মাকে
আজীবন ভর,
মাতৃভক্তিতে
নিখাদ তিনি
এটা তাঁর অহংকার।
❑
ছেলেমেয়ে নিয়ে
সুখের সংসার
সবার মতো ছিলো
তাঁর,
আল্লাহ নিয়েছে
তাঁর দুই ছেলেরে
জনগণকে দিয়ে
ভার।
❑
তিনবছর আগে মাকে
হারিয়েছে
গত বছর হারালো
স্ত্রী তাঁর,
তাদের শোকে কাতর
হলেও
পাশে থাকে জনগণ
তাঁর।
❑
স্বজন হারানোর
বেদনা সইতে
আল্লায় ডাকেন
বারবার,
হজ্ব করেছেন
বাবার জন্য
মক্কায় গিয়ে
একবার।
❑
ভেলু মিয়া ডাকেন
সবাই
ফজলে রাব্বী
নাম তাঁর,
দেশ বিদেশে চিনেন
তারে
মোদের দেশের
অহংকার ।