ভূতনী
আব্দুল্লাহ জিয়াদ
❑
ঐ পাড়াতে তেঁতুল গাছে
বসবাস করে বারো মাসে
আস্ত একটা ভূতনী,
গা ছমছম সন্ধ্যা হলে
কেউ যায়না তেঁতুল তলে
ঘাড় মটকাবে পেত্নী।
ভূতনী টার নাকটা বাঁকা
স্বামী মরে হয়েছে একা
রুষ্ট মানব কথায়,
সন্ধ্যা হলে সেই নির্জনে
কান্না করে আপন মনে
কেউ যায়না সেথায়।
সোনা মণিদের যাই বলে
পড়তে বসো সন্ধ্যা হলে
ঘোরা ঘুরি ছাড়ো,
বড়দের কথা শুনতে হবে
খাওয়া দাওয়া করতে হবে
তাহলেই হবে বড়ো।।