মামা -ভাগ্না
❑
আবুলের ছোট মামা হাবু তার নাম
সমান বয়সী বলে নাই তাহার দাম।
বাড়ি কিন্তু পাশাপাশি একই ক্লাসে পড়ে
সুযোগ পেলেই আবুল হাবুর পিটে চড়ে।
দুজনের ঝগড়া বিবাদ গলাগলি ও বেশ
খেলার সময় প্রতিপক্ষ সম্পর্কের নাই রেশ।
হাবু কিন্তু গাছে চড়ে পাড়ে আম কাঁঠাল
আবুকে মুখ ভেংচায় বলে আস্ত মাকাল।
আবু পাঁজি দুষ্টের কাজি দলটি খুব বড়
নালিশ দিলে বড়মামা হাবুকে দেয় চড়।
হাবু কিন্তু সুযোগ পেলেই বুদ্ধিতে করে কাবু
মামা -ভাগ্নার দুষ্টুমিতে অতিষ্ঠ খালা রাবু।
দুজন মিলে ফন্দি আঁটে স্কুল দিয়ে ফাঁকি
জংগল হতে আনবে ধরে গোটাকয়েক পাখি।
মাষ্টার মশায় বিচার দিলে দোষ হাবুর ঘাড়ে
নিজেকে বাঁচাতে গিয়ে মিথ্যে গল্প ঝাড়ে ।
একই রংয়ের শার্ট পরে জুতো সেইম সেইম
মাঝে মাঝে অনলাইনে খেলে মজার গেইম।
বড়মামা পুলিশ একটা শাসনে মার্শাল ল
হুকুম পালন করতে গিয়ে আবু হাবু থ!
সারাদিন হৈ চৈ আঁটে নিত্য নতুন ফন্দি
দুপুরে গলির মোড়ে খেলা হবে বাঘবন্দী ।
মামা -ভাগ্না দুজনেই দুষ্টের শিরোমনি
দুষ্টু দুটো তারপরে ও সবার চোখের মনি ।
Shamsun Fouzia
10/6/2021
New York, USA