রক্তক্ষরণ ❑ মমতা পাল

0

রক্তক্ষরণ মমতা পাল

আমার ভিতরের রক্তক্ষরণ দেখে তুমি খুব আনন্দ পাচ্ছ রূপ ----- ভাবছ আমি বোধহয় সুখে নেই---- তাই হয়তোবা আমার মতো সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পটায় বেশ মজা লুটছ তাইনা। কিন্তু তুমি হয়তো সঠিকটাই জানোনা...... আর জানোনা বলেই মিথ্যে মরিচিকার পেছনে ছুটছ। এ তোমার নিছক কল্পনা...... বানানো গল্প---- মানসিক তৃপ্তি ---- নিজেকে ভালো রাখার এক অপপ্রয়াস..... আমি কষ্ট পাই ঠিকই তবে তোমার জন্য নয়..... আজও কিছুটা রাত নির্ঘুম কাটিয়ে দিই ভেবনা তুমি চলে গেছ বলে...... কখনও নীরবে অঝোরে কাঁদি সে তোমার বিরহে নয়....... এটা নিছকই আমার একান্ত ---- সেখানে কারও অধিকার নেই। সেই তুমি আর সেই আমি হারিয়ে গেছি সেই কবেই----- তোমার হয়তোবা মনে নেই---- আর মনে না থাকারই কথা ---- আমার মতো তুমি তো আর আমার করে ভালোবাসনি---- যেটা করেছ সেটা কেবলই সময় ক্ষেপন করা----- যৌবনের উন্মাদনা----- এক মুহূর্তের বিলাসিতা----- আজ আমি কেবলই হারানো কিছু ঠিকানা হাতড়ে বেড়াই ঝাপসা কিছু স্মৃতিতে। সেটা তুমিও জানো মৃত্যুকে আমি ভয় পাইনা----- আর পাইনা বলে আজও বেঁচে আছি অবিকল। চিরতরের বিদায়কালে সেই প্রিয় নাম ধরে নাইবা ডাকলে আমায়--- ক্ষতি নেই----- আমি তো মরে গেছি সেই চৌদ্দ বছর আগে----- তোমার সাজানো গল্পের নাটকে----+ সেদিন আমার নিদারুণ আকুতিতে তোমার পাষাণ হৃদয় গলেনি এতটুকু.... বরং পালিয়ে গেছ কাপুরুষের মতো...... তোমার অবহেলায় আমার সব অধিকারগুলো বঞ্চিত হয়েছিল কারণ সেদিন আমার কোন পবিত্র বন্ধন ছিলনা ছিলনা কোন সামাজিক স্বীকৃতি ---- তাই আজ আমি তোমায় কোনভাবেই ক্ষমা করতে পারিনা। তোমার কাপুরুষতার গল্প আর নাইবা বাড়ালাম। বোঝনা রূপ ---- আমার চুপ করে থাকাটাই তোমাকে ঘৃণার বহিঃপ্রকাশ। তোমার প্রতি আজ আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, নেই ভালোবাসাও। যা আছে সেটা তীব্র ঘৃণা। শুধু আমার মন,আবেগ আর অনুভূতির হিসেব চাইছি আজ---- যাকে তুমি ভালোবাসলে তাকে নিজের করে রাখলেনা কেন! কেন ছেড়ে দিলে অমন করে! আজ তুমি নির্দ্বিধায় আমাকে তোমার কাছে ফিরায়ে নিতে চাও। কিন্তু আজ যে আমি বড্ড নিরূপায়---- পারবে কি ফিরিয়ে দিতে আমার নারীত্বের অপমান! আমার ভালোবাসা! আজ আমার খ্যাতি যশ তোমাকে মুগ্ধ না করলেও অনুশোচনা আর বিবেকের দংশন করছে ঠিকই--- সে আমি বুঝি ----- আর বুঝি বলেই আমি ও ভিতরে ভিতরে খুশি---- তুমি ও হয়তো সেটা বোঝ কিন্তু প্রকাশ করনা একটুও। তাহলে যে তোমার ইগো নষ্ট হয়ে যাবে। আজ আমার জীবন ঝলমলে কিন্তু তোমার--- সে প্রশ্নটার উত্তর কালই দেবে---- দেবে নিয়তি! কারণ তুমি যে মেয়ের বাবা!!!!!!!!!!!

Post a Comment

0Comments
Post a Comment (0)