ব্যর্থতা

0

ব্যর্থতা মমতা পাল আমি কখনও কাউকে ঠিক আমার মতো করে বোঝাতে পারিনি পারিনি আঁধারে লুকানো সত্যটাকে বুকের পাঁজরে জড়িয়ে ধরতে। তাইতো একটা সময়ের পর মনে হয়েছে দুঃখটাই আমার বড় বেশি আপন। শুধু নিজেকে ক্রমাগত কষ্ট দিয়েছি দিনের পর দিন---- আমি সেভাবে কখনও কারও প্রিয়জন হতে পারিনি বরং প্রয়োজনে ডেকেছে আমায় তারপর ছুঁড়ে ফেলেছে তাদের ইচ্ছেমতো..... কখনও খোঁজ রাখেনি আমার একান্ত চাওয়া পাওয়ার কথা কখনও ভাবেনি আমার হৃদয়ের না বলা কথার কাকলিরা কেন আজ এত বিমর্ষ! কেন ফাগুনের শান্ত বিকেল রংচটা আর ফ্যাকাশে! কাউকে বিশ্বাস করে কখনও জড়িয়ে ধরতে পারিনি আমি হয়তো বা সেই বিশ্বাসটুকু অর্জন করা ও হয়ে ওঠেনি কখনও। আমাকে ভুল বুঝে যারা যারা ছেড়ে চলে গেছে তাদের ভুল ভাঙ্গাতে পারিনি কখনও কিংবা তাদের জোর খাটিয়ে আটকে রাখতে পারিনি আমি। কখনও জানতেও চাইনি কেন ছেড়ে যাচ্ছে আমায়! আজকাল কেন জানি কারো উপর ভরসা করতে পারিনা একটুকু তবে অপেক্ষা করি প্রতিনিয়ত হয়তো ভুল ভাঙ্গলে ফিরে আসবে আবার.... আমি কখনও আমার নিজস্ব দূর্বলতার কথা কাউকে বলতে পারিনি পাছে হেরে যাই তাই নিজেকে ক্রমাগত গুটিয়ে নিয়েছি যারা প্রতিনিয়ত আমায় ভুল বুঝে যাচ্ছে তাদের কাছে নিজেকে প্রমাণ করতে ও চাইনি কোনদিন ও বরং বাক্সবন্দি অভিযোগের ফাইলে ফাইলে রক্তাক্ত আসামীর মতো নিজেকে লুকিয়ে রাখছি দিনের পর দিন। বিশ্বাসের ঘরে আজ কেবলই কাঁটা তারের বেড়া তারপর দরজায় বিশাল একটা তালা যার চাবির সন্ধান আজও জানিনা আমি এ আমার একান্ত ব্যর্থতা যার দায়ভার আর কেউ নয় সে কেবলই আমার ললাট লিখন। মম রামপাল, বাগোরহাট

Post a Comment

0Comments
Post a Comment (0)