সিঙ্গেল

0

সিঙ্গেল

বাসায় যত গুলো পাখি আছে তার মধ্যে শুধু এই পাখিটাই আমার এবং এটি আমার মতোই single, কেন Single সেইটাই বলবো আর কি 😅😅

এটি আমার মতো জন্মগত Single নয়, ওর সাথে ওর একটা বোন রে রাখছিলাম।

(আমাকে অশ্লীল মনে করার কোনোই কারণ নাই কারণ পাখিদের মাঝে এগুলো চলেই, আর যদি তাও মনে হয় আমি অশ্লীল তাহলে ধরে নিবেন ওইটা Cousin ছিলো......নিজের মায়ের সন্তান নয়)

তো ওরা অনেক সুখেই দিন কাটাচ্ছিলো। দেখতে বেশ ভালোই লাগতো, এরই মাঝে ওদের পরিবার সুখের ছোয়া পেলো যেদিন আমার পাখিটার Cousin ডিম দিলো। কিন্তু বিষাদ নেমে আসতেও সময় লাগে নি যখন দেখা গেলো ডিম গুলো কোনো এক অজানা Genetic Disorder এর শিকার। তো এখন আমাদের সমাজের প্রচলিত ধারা অনুযায়ী দোষ গিয়ে পরলো মেয়ে পাখিটার উপরই। ওদের মধ্যে অনেক ঝামেলার শুরু হলো,ঝামেলাটা আরো বেড়ে গেলো যখন পাশের খাচার একটা পাখি ওদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য ষড়যন্ত্র শুরু করলো ঠিক আমার পাশের বাসার আন্টি যেমন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আম্মুর কাছে নানা ধরনের মিথ্যে নালিশ করে... যাই হোক সেইটা অন্য প্রসঙ্গ,অন্য একদিন বিস্তারিত বলবো।। তো এভাবেই চলতে চলতে এক দিন বিকেলে সেই মেয়ে পাখিটা অন্য একটা পাখির ডানা ধরে হিজরত করে চলে গেলো যার কারণে এখন আমার এই পাখিটা Single 😌

Feeling sad for myself & this নিষ্পাপ (ইংরেজি মনে নাই) Bird 😔

Nafiul Alam Nahid


Post a Comment

0Comments
Post a Comment (0)