শুধু তুমি নেই!

0
শুধু তুমি নেই! মমতা পাল
তুমি নেই! শুধু তুমি নেই বলেই---- আজ ও ধানমন্ডির ৩২ নং বাড়িটা শ্মশান পুরি--- কেবলই স্মৃতিতে মোড়ানো হাসি খুশি দিনগুলো আজ ফেরারি আসামি--- আজ তারা বাকরুদ্ধ! আজ তারা শোকে মূহ্যমান! সেই নির্মমতা--- সেই নিষ্ঠুরতা--- সেই বর্বরতা--- আজও ভোলেনি বাঙালি! আজও প্রতিটা ইট পাথর তার স্বাক্ষ্য বহন করে চলছে নীরবে নিভৃতে--- গুমরে গুমরে কাঁদছে প্রতিটা ধূলিকণা! যা কখনও ভোলার নয়!!!! যা কখনও ভুলতে হয়না!!!!! প্রতিটা লোমকূপের শিহরণ জাতিকে মনে করিয়ে দেয় সেই ছোট্ট রাসেলকে--- সেই যুদ্ধে জয়ী বঙ্গবন্ধুকে--- তার প্রিয়জনদের--- মনে করিয়ে দেয় তার হার না মানার গল্পে বিজয়ের কথা! তার দীর্ঘ কারাবাসের অবর্ণনীয় কষ্টের কথা! তার ৭ মার্চের ভাষণ! তার দীর্ঘ সংগ্রামের কথা! ভাবতে পারো! ভাবতে পারো!! দেশকে কতটা ভালোবাসলে--- দেশকে ঠিক কতটা ভালোবাসলে এমনভাবে অকাতরে জীবন দেওয়া যায়! এমন ভাবে নিষ্ঠুরতা মেনে নেওয়া যায়! সে যে আজও স্বপ্ন দেখায়-- স্বপ্ন বোনায়-- স্বপ্ন সাজায়--- সে তো কখনও হারায়নি! কখনও হারাতে পারেনা!! সে যে আমাদের হৃদয়ের পাঁজরে আজীবন! যতদিন মানুষ থাকবে! যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা থাকবে!! যতদিন থাকবে পৃথিবী!!!!!!!!

Post a Comment

0Comments
Post a Comment (0)