চিঠি
❑
প্রিয়
নীল,
❑
কেমন
আছো? কেমন আছো আমার রাতের আকাশে তারা ঝলসানো প্রদীপ্ত? আমার নীল.. নীল আকাশ! কতদিন
তোমায় দেখিনা পুরোটা চোখ মেলে। কতদিন হারাইনি তোমার মোহময় নীলে।
বড়
জানতে ইচ্ছে হয় তুমি কি সেই আগের মত নির্মল আর সবুজ প্রান্তরের মৃত্তিকার বুকে ভেসে
উঠা সরোবরের দর্পনে মুখ দেখতে পারো?
আমার
একলা আকাশের নীল, তোমার আকাশে আজ কেন এত দূর্যোগের ঘনঘটা ? তোমার সরোবরে কেন ফোটেনা
সেই প্রিয় নীলপদ্ম? তোমার আকাশে বিজলীর আঁকিবুকি হতে যে ঝড়ের সূচনা হত তা কিছুক্ষণ
পরে তুমুল বৈশাখীর ঝাপটায় বৃষ্টি হয়ে থেমে যেত । আর এখন শুধু তোমার আকাশে মর্টার শেল
আর আগ্নেয়াস্ত্রের কি যে মহড়া! এ যেন সভ্যতার নগ্ন রুপ! আমি ভয়ে চুপসে যাই ... আমার
নীল খুঁজি ঐ গগনের সীমারেখায়! আজ তুমি কেন এত হিংসার শিকার হলে?
নীল
তোমার সরোবরের সমস্ত পদ্মগুলো আজ লন্ডভন্ড! কি যে ঝড় বয়ে গেছে সরোবরের ওপর দিয়ে।মনের
মাধুরী মিশিয়ে যে আকাশ নিয়ে গর্ব করতাম আমরা আজ সে হাতছাড়া হয়ে গিয়েছে। বর্গিরা লুটে
নিয়েছে আকাশের সবটুকু, ভরে দিয়েছে যুদ্ধ সরন্জামে। অত্যাধুনিক অস্ত্র আর যুদ্ধ বিমানে
কলুষিত করে দিয়েছে তোমার অঙ্গন।
নীল
আমি ভীষণ লজ্জ্ব্যিত আর দুঃখিত। হায়েনারা তোমার বুকে চালিয়ে যাচ্ছে তাণ্ডব, কেড়ে নিচ্ছে
নিরপরাধ প্রাণ! বিশ্বাস করো নীল ঐ সিরিয়ার ছোট্ট শিশুর আর্তনাদের পর আমি স্তম্ভিত হয়ে
গিয়েছিলাম আর এখন অসহায় ফিলিস্তীনি শিশুদের ওপর জুলুম আর হত্যা আমাকে মানুষ ভাবতে বিচলিত
করছে!! আমি বাকরুদ্ধ! আমি খুঁজে পাইনা এখন আকাশে আমার সেই প্রিয় নীলকে।
নীল
তুমি এভাবে পরাজিত হতে পারোনা। তোমাকে সবার হিংসা হবেই জানি কারণ তোমার তুলনা তুমি।
তোমার সরোবরে আবার ফোটাও মানবতার নীলপদ্ম। আবার ভরে দাও প্রেম দিয়ে সরোবরের বুক। তোমার
আকাশে নির্মল আলোয় ভরে উঠুক, তোমার দিগন্তে শুধু সুখ সারিরা গাইবে, সুখের বলাকা ডানা
মেলে উড়বে। নীল তুমি ফিরে এসো তোমার আকাশে! তোমার কাছে এই মিনতি করি তুমি সদর্পে ফিরে
এসো ভরে দাও অদিতির বুক তোমার মোহনীয় নীলিমায়।
যদি
লক্ষ থাকে অটুট
বিশ্বাস
সবার হৃদয়ে
মানবতার
জয় হবে হবেই
শেষ
বিজয়ে ।
আমার
নীল তোমার জন্য পাঠালাম সরোবরের নীলপদ্মের ভালোবাসা, যে ভালোবাসায় তুমি অবগাহন করে
জেগে উঠবে আবার পুরোটা আকাশ জুড়ে। তোমায় সেই আত্মবিশ্বাস পাঠিয়ে দিলাম, দিলাম শান্তির
বারতা।
ইতি
তোমার
পদ্ম
❑
Shamsun
Fouzia
21/5/2021

