গার্মেন্টস
কর্মী মধু'র বাপ এর মধু'র মা'র কাছে চিঠি...
❑
২০/০৫/২০২১
মিরপুর,
ঢাকা
পরাণের
মধু'র মা,
❑
আমার
সালাম নিও, আশা করি খোদার রহমতে মধুসহ মঙ্গল মতোই আছো। আজ শুক্রবার, গার্মেন্টস বন্ধ।
মেসে শুয়ে শুয়ে ফেলে আসা দিনের কত কথাই না মনে পড়ছে!
বিয়ের পর তোমাকে কত স্বপ্ন দেখালাম, সব স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে গেল মধুর মা! আজন্ম লালিত সাজানো গোছানো সুখের সংসারের রঙিন স্বপ্নগুলো সব ফিকে হয়ে গেল।
ঐ
টাউট মালেক ব্যাপারীর সাথে কেন যে পার্টনারশীপ ব্যবসা করতে গেলাম! বেটা আমাকে পথে বসিয়ে
ছাড়লো!
তোমাদের
আপত্তি সত্ত্বেও আমি বাধ্য হয়ে গার্মেন্টসে চলে এলাম। মুখের কথায় চিড়া ভেজে না মধুর
মা! তোমাদের চাহিদা যদি আমি পূরণ করতে না পারলাম তো কিসের স্বামী কিসের পিতা! অভাব
যখন ঘরের দরজায় ভালবাসা তখন জানালা দিয়ে পালায়, তাই তোমাদের ভাল থাকার লাইগা আজ আমি
বিদেশ বিভুইয়ে পড়ে আছি।
কাজ
শেষে রাতে যখন মেসে ফিরি, গভীর রাত পর্যন্ত তোমাদের কথা ভেবে দুনয়ন ভাসিয়ে দেই। খোদা
চাহে শুভদিন একদিন নিশ্চয়ই আসবে। লালিত স্বপ্নগুলো আবার পাখা মেলবে!
মধুর
প্রতি ঠিকঠাক যত্ন নিও, সেই আমাদের আশা আমাদের ভরসা। ছেলে নিশ্চয়ই একদিন আলোকিত মানুষ
হবে।
আগামী
মাসের ০১ তারিখে বেতন পেলে তোমার প্রিয় লাল শাড়ী আর মধুর শার্ট প্যান্ট নিয়ে বাড়ি আসবো।
সে পর্যন্ত ভালো থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো।
❑
ইতি
তোমার
মধু'র বাপ।

