অশ্লীলতা - ছোট্ট একটু ব্যবচ্ছেদ ❑ পর্ব -২

0


অশ্লীলতা - ছোট্ট একটু ব্যবচ্ছেদ

পর্ব -২

অনেকে পবিত্র কোরআন শরিফের কথা বলার চেষ্টা করেন, অশ্লীল ভাষায় সাহিত্য রচনা ধর্মে নিষেধ আছে। কোথায় নিষেধ, কি নিষেধ সেটা জিজ্ঞেস করলে আমতা আমতা করে। চলুন সেটাও দেখে নিই। পবিত্র কোরানে আশশুয়ারা (কবি লেখকগণ) নামে একটি সূরা আছে। সূরাটির ২২৪ থেকে ২২৭ নং আয়াতে আল্লাহতায়ালা কবি লেখকদের বৈশিষ্ট্য, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেছেন। সেই সঙ্গে তাদের লেখা নির্যাতন ও জুলুমের বিপরীতে সর্বাত্মক আন্দোলনের অংশ হতে হবে- সেরকমটি উল্লেখ করা হয়েছে।

'(২২৪) এবং কবি লেখকদের অনুসরণ করে তারা, যারা বিভ্রান্ত।

(২২৫) (হে রাসূল) আপনি কি দেখেন না, ওরা উদ্বাস্তু হয়ে উপত্যকায় উপত্যকায় ঘুরে বেড়ায়?

(২২৬) এবং তারা যা করে না, তা বলে।

(২২৭) কিন্তু তারা ছাড়া, যারা ইমান এনেছে, সৎকর্ম করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আর তারা অত্যাচারিত হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শিগগিরই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল কী রূপ?'

(সূরা আশশুয়ারা, আয়াত ২২৪-২৭)।

অনেকেই আয়াতটির প্রথম অংশ পড়ে এতটা আহ্লাদিত, পুলকিত হয়ে উঠেন আয়াতের শেষ পর্যন্ত পড়ার ধৈর্য রাখেন না। হাতে তালি দিয়ে বলেন, দেখ, আল্লাহতায়ালা কবিদের কেমন অপছন্দ করেন!

তাদেরকে বিভ্রান্ত উপত্যকার অধিবাসী বলে তিরস্কার করেছেন এবং তাদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আরেকটু ধৈর্য ধরে আয়াতের শেষ পর্যন্ত পড়তে হবে, শেষে বলা হয়েছে 'তবে তারা ছাড়া'। এখানে আয়াতটির শেষাংশে আরেক দল কবির কথা উল্লেখ করা হয়েছে, "তবে তারা ছাড়া যারা আল্লাহর অপছন্দনীয় তো নয়ই, বরং আল্লাহর বিশেষ কৃপাধন্য।"

কোরান শরীফের এই আয়াতকে বর্তমানে অনেক কবি সাহিত্যিক বলার চেষ্টা করেন, কবি লেখকদের অশ্লীলতা বিষয়ে লিখতে মানা করা হয়েছে! কোনো বিষয় নিয়ে কথা বললে আমাদের উচিত সেটা সম্পর্কে জেনে কথা বলা। কিন্তু আমরা তা কোথায় আর করি! বরং অশ্লীলতা প্রসঙ্গে পবিত্র কোরানের উদ্ধৃতি দিতে হলে নিচের আয়াতটির কথা উল্লেখ করা যেতে পারে, আল্লাহ পাক সরাসরি বলেছেন, "ওয়ালা তাক্বরাবুল ফাওয়াহিশা..(তোমরা অশ্লীলতার ধারে-কাছেও যেওনা)। — সুরা আল আনআম এর ১৫১ নং আয়াত।

যারা সাহিত্য চর্চা করেন তাদের হতে হবে উদার। বাড়ীর পাশে টিনের চালা দেয়া ঘরটিতে রিকসা চালক ইদ্রিস আলী রোজ রাতে ঘরে ফিরে বউকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করে তা যদি শুনতে না পারি, লিখতে না পারি, বলতে না পারি আমার সাহিত্য চর্চার তো কোনো প্রয়োজন নেই। কারণ আমার দ্বারা মানুষের জন্য, মানুষের ভাষায় লেখা সম্ভব নয়। সকল নগ্নতা অশ্লীলতা নয়, এই বিষয়টি যতক্ষণ কেউ বুঝতে না পারেন ততক্ষণ তার পক্ষে কাম আর অশ্লীলতার মধ্যে পার্থক্য করা সম্ভব নয়।

মেহেদী হাসান তামিম

Post a Comment

0Comments
Post a Comment (0)