আমার কোন কষ্ট নেই

0
আমার কোন কষ্ট নেই
মমতা পাল

আমার কোন ক্ষোভ নেই,আমার কোন কষ্ট নেই, তোমাদের অভিযোগে আমার কোন রাগ কিংবা অনুরাগ কোনটাও নেই। তোমাদের ঔদ্ধত্য আচরণে আমি বিচলিত ও নই। আমি জানি তোমরা যা করছ সেটা নিতান্তই অমুলক এর কোনটার সাথেও আমার চরিত্র ঠিক যায়না। যেটা তোমরা ভাবো.... আমি ঠিক আমার মতো...... আমার সরলতা তোমাদের মুগ্ধ না করলেও আমাকে বড্ড কাঁদায়.....। তাইতো নিয়তির উপহাস মনে করে নিজেকে গুটিয়ে নিয়েছি সেই কবে! আজ ঠিক মনে নেই----- তারপরও কি পেরেছি বলো! ছোট্ট একটা দীর্ঘশ্বাস জীবনের সব কষ্টগুলোকে যেন শুষে নেয়। কিছুটা ব্যর্থ স্বস্তির নিঃশ্বাস, কতকটা ভালো থাকার অভিনয়। তোমাদের বিচারের কাঠগড়ায় হয়তবা আজ আমি ফেরারি আসামি...... তাইতো জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছি দিনের পর দিন। হয়তোবা একদিন রায় হবে...... রায় হবে ফাঁসির সেটাও হয়তোবা মেনে নেব হাসিমুখে কেউ জানবেনা আমার না বলা গল্পগুলোর কথা, এক চিলতে মনের আকাশে রঙিন স্বপ্নের কথা, জানবেনা আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোর কথা, স্বপ্ন ভঙ্গের বেদনায় কুঁকড়ে যাওয়া কষ্টগুলোর কথা। সেই আঁতুড় ঘর থেকেই আমি অবহেলিত,বঞ্চিত । আমার জন্মে কেউ খুশি হয়নি,কেউ শাঁখ বাজায়নি কিংবা উলুধ্বনি ও বরং মা কেঁদেছে অবিরত। হয়তো বা মৃত্যু আসেনি বলেই এভাবে বেঁচে থাকা----- আমার কোন চাওয়া নেই, কোন পাওয়া নেই, বরং নিজেকে বিসর্জন দিয়েছি, আহত করেছি মনকে অনেকবার---- আর কেবলই ভুল মানুষগুলোকে ভালোবেসে হয়তোবা ভুল জায়গায় স্থাপন করেছি বারবার। তার জন্য কোন অনুশোচনা ও নেই আমার। কিংবা নেই কোন অনুতাপ ও। আমার জায়গাতে আমি ঠিক---- সেটা তোমরা নতুন করে নাইবা জানলে। যখন আমি ষোড়শী😄
যখন বসন্ত সমীরণে আমার হৃদয়ের আঙ্গিনা প্রস্ফুটিত
যখন আমার সমস্ত কামনা ছুঁতে চাইত কোন এক পুরুষকে
তখন আমাকে জানতে হয়েছে আমি মধ্যবিত্তের নারী। আমার কোন স্বপ্ন নেই, আমার কোন আশা নেই, নেই কোন ভালোবাসাও। আরও জানতে হয়েছে লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে..... অভাবের সংসারে নিজের সুখকে বিসর্জন দিয়েছি বারবার। কিন্তু আজ অবধি সুখী তো হয়নি একটুও। বরং অভিযোগের ফাইল জমা হয়েছে হাজারও। সবার জন্য নিজেকে নিঃস্ব, রিক্ত করেছি বহুবার+++++ সবার দুঃখগুলোকে নিজের করে নিজেই অভাবের আগুনে পুড়েছি যে কতবার তা আজও জানা নেই আমার। তারপরও মন পাইনি কারও..... বরং সুন্দর সম্পর্কগুলোর মাঝে তৈরি হয়েছে কাঁটাতারের বেড়া, ভুল বোঝাবুঝির দেয়ালে লাগানো হয়েছে আমার ছোপ ছোপ রক্ত। যন্ত্রণার আগুনে পুড়েছে আমার ভিতর, বাহির। তারপরও কোন প্রতিবাদ নেই---- আচ্ছা সবার সাথে কি প্রতিবাদ করা যায় বলো! যাদের কাছে মমতার কোন মূল্য নেই. যাদের কাছে স্বার্থটাই বড়..... যাদের মধ্যে কোন অনুতাপ নেই---- তাদের আর কিইবা বলা যায়? বরং নীরবে দূরে থাকাই ভালো। যদি কখনও তাদের ভুল ভাঙ্গে, যদি ফিরে আসে তবেই তো অন্তহীন জ্বালা যাবে নিভে। সেদিনের প্রতীক্ষায় আজও হৃদয়ে পাষান বাঁধা। আজও স্বপ্নের অলিগলিতে মিষ্টি কিছু অনুভবের দোলা----- যা আমাকে বেঁচে থাকার প্রেরণা দেয়, নতুন করে আবারও ভাবতে শেখায়। মম রামপাল,বাগেরহাট।

Post a Comment

0Comments
Post a Comment (0)