কেমন আছ সূর্য!
মমতা পাল
তোমার সাজানো নাটকে তুমি হেরে গেছ বলে তোমার কি খুব কষ্ট হচ্ছে সূর্য!
বুকের ভেতরটা কি তোমার অসহ্য যন্ত্রণায় ফেটে চৌচির হয়ে যাচ্ছে!
তুমি কি নিজেকে বড্ড অসহায় মনে করছ!
জানি তোমার চারিদিকে আজ অসীম শূণ্যতা---
বালির বাঁধের ন্যায় ভেঙে গেছে তোমার সাজানো সৌধ----
কাঁদছ তুমি!
তুমি কি কাঁদতে পার!
তুমি তো কেবল কাঁদাতেই জানো!
নাকি সহানুভূতি পাবার প্রবল আকাঙ্খায় এমন নাটক তৈরি করছ---
যাতে নতুন করে তোমার ফাঁদে আবার কেউ পরুক---
আবার কেউ কাঁদুক---
আবার কেউ জ্বলুক---
আবার কেউ মিথ্যা কলংক মাথায় নিয়ে আজীবন কাটিয়ে দিক বিরহের অনলে।
জানতো তোমার প্রতি আজ আমার আর কোন সহানুভূতি নেই....
নেই কোন কান্না ও---
তুমি কি পারো আর পারো না সে কেবলই আমি জানি....
তাই হয়তো বা সারা শরীর আর মনে আজ বিবেকের মিথ্যে দংশন।
মিথ্যে আহাজারি!
বলবে তো এ কেমন কথা!
হ্যাঁ----
হ্যাঁ কেবল তুমিই শিখিয়েছ এই মিথ্যে মিথ্যে খেলা।
এই মিথ্যে মিথ্যে ভালো থাকা!
জানিতো অত সহজে ভেঙে পড়ার মানুষ তুমি নও
তবে আজ কেন!
তাহলে সত্যি কি তুমি পরাজিত!
নাকি পরিস্থিতিটা সামলে নেওয়ার আবারও নতুন কোন ফাঁদ--
তোমায় এখন আর আমার বিশ্বেস নেই--
ওটা আজ বড্ড ঠুনকো---
কাঁচের মতো ভঙ্গুর।
তবে তুমি এখন যেটা করছ সেটার খবর আজ হয়তোবা আমার জানা নেই।
আর জানার প্রয়োজনও নেই।
তুমি ভাবছ একটা দুঃখি দুঃখি মুখ সবাইকে দেখালে হয়তোবা তোমাকে সবাই সহানুভূতির দৃষ্টিতে দেখবে।
সে গুড়ে হয়তবা বালি!
তোমাকে আজ একটু একটু করে সবাই চিনেছে।
জানি তো কখনও কখনও টুকটাক অভিনয় করতে মঞ্চ নাটকে।
তবে সেটা যে আজ বাস্তবে মনের মধ্যে একেবারে গেঁথে নেবে সেটা হয়তোবা জানার ছিলনা।
হাসি পায়----
বড্ড বেশি হাসি পায় তোমার এ অভিনয় দক্ষতা দেখে---
তুমি পার ও বটে ---
তুমি তো নিজেকে সবসময় বুদ্ধিমান ভাব----
আর সবাই তোমার কাছে নিরেট বোকা.
মিষ্টি মধুর কথাতে একমুহূর্তেই সবার মন জয় করে নাও
তারপর---
থাক নাইবা জানল কেউ----
মুখ আর মুখোশে তুমি তো দুই রূপ, দুই সত্তা।
তোমাকে সবার সামনে হেয় প্রতিপন্ন করার এতটুকু অভিপ্রেত আমার নেই---
কোনদিন ছিলওনা ---
আর আজও নেই---
তোমার সম্পর্কে নতুন করে কোন িছু জানার কৌতূহল ও নেই ---
তবে একসময় তোমার প্রতি আমার ছিল প্রচন্ড আত্মবিশ্বাস সাথে ভালোবাসাও।
কিন্তু তুমি তো সেটার যোগ্য ও নও।
আচ্ছা চাইলে কি আর সব পাওয়া যায় বলো!
জীবনের ধর্ম হয়তোবা এটাই।
কাউকে কাঁদালে যে কাঁদতে হয়।
তাই সেই দাঁড়িপাল্লার মানদন্ডে হয়তোবা তুমিও সমান।
কষ্ট পেওনা সূর্য তোমাকে ঠিক এভাবে কখনও কোনদিনও বলতে চাইনি
কারণ তুমি তো ছিলে আমার ভালোবাসা আমার প্রেম।
কিন্তু আজ যে আমি নিরূপায় ----
আজ যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে।
তুমি জেনে শুনে যে আগুন জ্বেলেছ তার দায়ভার তোমার একলারই---
এর মধ্যে আমাকে আর ডেকনা।
আমি তো বেশ আছি আমার জগতে---
তবে আমাকে কেন মিথ্যে কাঠগড়ায় বারবার দাঁড় করাও!
আমি এখন ঠিক সবকিছু নিতে পারিনা।
যেমন আছ তেমনই থেক সবসময়।

