তুমি কি সেই তুমি!

0

তুমি কি সেই তুমি!
মমতা পাল

যে মানুষটার জন্য অধীর আগ্রহ আর ব্যাকুল তিয়াসা নিয়ে প্রতীক্ষার প্রহর গুনেছি যুগের পর যুগ---
যাকে একটা মুহুর্ত দেখার জন্য আমার পিপাসিত চোখদুটো খুঁজে খুঁজে হয়রান হয়েছে----
যাকে হাজার ও কথা বলার জন্য মনটা বাব বার ব্যাকুল হয়ে উঠেছে ---
যার জন্য দুশ্চিন্তার পাহাড় গড়েছি হৃদয়ের প্রতি কোণায় কোণায় প্রতিনিয়ত----
যার দেখা পাব কি পাবনা বলে বার বার মনটা উদ্বিগ্ন হয়ে উঠেছে---
এক অজানা আশংকায় চুপসে গেছে, ছিঁড়ে গেছে আমার না বলা কথার কাকলিরা---
যার শুভকামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি সকাল সন্ধ্যা ---।
অবশেষে এলো বুঝি সেই মাহেন্দ্রক্ষণ!
তাহলে এলো সে কি!
ঐ যে তার পদচারনা শোনা যায়!
আমি নির্বাক শূণ্যতায় হারিয়ে যাই----
সমস্ত শব্দরা একেবারে নিশ্চুপ---
শ্রাবণ মুষল ধারার মতো আবেগের গর্জনে শিহরিত তণুমন।
সমস্ত চড়াই-উৎরাই পেরিয়ে এলো সে---
মিলন হলো পিপাসিত চার চোখের ----
লাজ রাঙ্গা অধর দুটো হয়তোবা কেঁপে উঠলো থরে থরে----
কিন্তু হায়! সে তো আর সেই নয়!
বদলে গেছে অনেকটাই।
বয়সের ভারে হয়তোবা দেহের সামান্য পরিবর্তন
সেটা মানাই যায়
কিন্তু মন!
সেইখানটাই তো পাল্টে গেছে সবচাইতে বেশি।
তবু ও অতি আপন ভেবে হৃদয় ছুটে চলে আপনার আপনকে খুঁজতে --
যে আবেগ নিয়ে তাকে হৃদয়ের আঙিনায় খুঁজে ফিরেছি প্রতিদিন---
যে চিরচেনা মুখখানা স্মরণ করে কেটেছে আমার কৈশোর, আমার যৌবন---
আমার স্বপ্ন, একান্তের বাসর---
কিন্তু সেখানটাতেই আজ বড্ড শূন্য ---
আমি ঠিক মিলাতে পারছিনা।
তবে কোথাও কি ভুল হলো এতটুকু!
কি জানি ---
তাহলে এই কি সেই!
দ্বিধায় দোলায়িত মন!
সেই কৈশোরের উন্মাদনা---
সেই নিরবিচ্ছিন্ন প্রেম---
সেই একচিলতে হাসি---
সেই অভিমান---
সেই খুনসুটি ---
আজ আর কোনটাই হয়তোবা সে রকম নেই।
মনটা কেন জানি হঠাৎই হোচট খেল---
বুকের ভিতরটা আচমকা কেঁপে উঠল---
তাহলে ভুলটা কি আমারই!
এতদিন কি তবে ভুলের বাসর গড়েছি একলা আপন মনে---
যেখানে সাজিয়েছি রজনীগন্ধার বৃন্ত, গোলাপের পাঁপড়ি---
সহসা দু’চোখের পাতা ভিজে উঠল---
মনটা বড্ড খাঁ খাঁ করে উঠল ক্ষণিকের তরে---
আজ কি সে সত্যিই অনেকটাই বদলে নিয়েছে তার মতো করে.....
নাকি এড়িয়ে চলছে আমাকে---
কিন্তু আমি!
আমি তো পারিনি নিজেকে ওভাবে বদলাতে!
এর জন্য কি সময়, পরিস্থিতি নাকি পরিবেশ দায়ী---
নাকি অন্যকিছু---
যেটা সে জানাতে চায়না---
অথবা যা আমি আজও জানিনা---
জানে সে কেবলই নিজে।
তাহলে সবকিছু কি আজ কেবলই অধরা!
সেদিন তার জন্য যতটুকু ব্যাকুল ছিলাম আজ ঠিক ততটুকুই কষ্ট পেলাম
হলাম নিষ্প্রভ---
ভেঙ্গে গেল হৃদয়ের অলিগলি---
ছিটকে গেলাম দূরে অজানা কোন গন্তব্যে ---
মন ভাঙ্গার শব্দটা হয়তো শুনল না কেউ!
না তুমি!
না তোমরা!
হয়তোবা বলাও হবেনা কাউকে কোনদিনও।
শুধু ভিতরটা পুড়বে অনবরত তুষের আগুনসম।

মম
রামপাল
বাগেরহাট।

Post a Comment

0Comments
Post a Comment (0)