প্রথম যেদিন মমতা পাল
যেদিন প্রথম ছুঁয়েছিলাম তোমায়!
যেদিন প্রথম ছুঁয়েছিলাম তোমার অনামিকা---
সেদিন আমার দাবানল হৃদয় ভুলে গিয়েছিল আগুনের গান---
শরতের শিশির ভেজা নিকানো উঠোনে আমার শব্দরা ছিল নিশ্চুপ---
বহুদিনের তৃষাতুর বুক খুঁজে পেয়েছিল এক নদী শীতলতা---
হৈমন্তী সন্ধ্যায় ছুঁয়ে থাকা স্বপ্নগুলো পাখা মেলেছিল পরম নির্ভরতায়---
অসমাপ্ত ভুল অঙ্কগুলোর সমাধান মিলেছিল এক নিমেষেই।
সময় বহমান-----
আর এই বহমান সময়ের বুকে আজ হয়তোবা শুকিয়ে যাওয়া নদী আমি---
বাসন্তী বাতাসে এখন বেদনার সুর ---
চারিদিকে অথৈ অন্ধকার----
কেবল ঝাপসা কিছু স্মৃতি হাতড়ে বেড়ানো সময় অসময়ে।
তারপরও---
তারপরও আজও তোমায় মনে পড়ে!!
আজও তোমায় ভাবি!!!!
লিখে যাই তুমিময় অজস্র কবিতা।
যদিও সব মিশে গেছে পথের ধুলোয়---
তবুও স্বপ্ন দেখা স্বপ্ন বোনা কোন এক অদ্ভুত ভালোবাসায়---
কোন এক অদ্ভুত মায়ায় হয়তোবা।

