শুধুই তোমাকে দেখতে পাই _ মোহাম্মদ শাহাদাত হোসেন

0

 

শুধুই তোমাকে দেখতে পাই

..................................

মোহাম্মদ শাহাদাত হোসেন

তোমার কণ্ঠস্বর তোমার সরলতা নিঃশব্দে এখনো

মিশে আছে আমার চারপাশে,সেটা কেবলই

শুধুই আমিই শুনতে পাই,পৃথিবী যখন ঘুমিয়ে

যায় তখন।তোমার ঠোঁটের পাগল করা হাসি আর

বোবা স্মৃতিগুলো এখনো যেন ছড়িয়ে ছিটিয়ে আছে আমার চার দেওয়ালে।

আর তোমার শরীরের ঘ্রাণটা হিমেল বাতাসে রোজ

ভেসে আসে,তখন আমি অনুভব করি তুমি পাশে থাকার,

তোমাকে ভুলে যাওয়ার অভ্যাসটা আমার এখন গেলোনা,

তাই যেদিকে তাকায় শুধুই তোমাকেই দেখতে পাই।

বর্ষার অভিমানি রাতে এখনো যেন উড়ে আসে

তোমার এলোমেলো চুল,মেঘাচ্ছন্ন বিকেলে

আকাশের দিকে তাকালেই মনেহয় যেন তোমার

ছায়াটা আমার কাছে এসে ঘুরপাক খাই,তখন

আমি অবাক হয়ে শত কষ্ট মেনে নিয়ে কি রকম

যেন হয়ে যাই।

শরীরের বিশাল ব্যাধিটা হয়তো কোনো এক

মেডিশিনে একটি সময়ে এসে সেরে যায়,কিন্তু

তোমাকে ভুলে যাওয়ার ব্যাধিটা আমাকে বিরতি

দিচ্ছেনা আমার অনুভূতি হতে।

তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম বলে আরো

বেশী জড়িয়ে যাচ্ছো আমার নিঃশ্বাসে,তবুও

তো তোমাকে খুঁজেই পাচ্ছি না,শুধুই তোমার

স্মৃতিটুকু স্পর্শ করে হৃদয়টাকে প্রতিনিয়ত

মানিয়ে রাখছি।

তোমাকে ভুলে যাওয়ার অভ্যাসটা আমার এখন গেলোনা,

তাই যেদিকে তাকায় শুধুই তোমাকেই

দেখতে পাই।

Post a Comment

0Comments
Post a Comment (0)