প্রভাতের সাহিত্য

0



প্রভাতের সাহিত্য

অতীত আকুতি

---------------------------------------

কোন এক ক্ষণে মম মৃদুল আসিয়াছিল আঙিনায়...

সে ক্ষণেও ছিল ঝড়ো হাওয়া

নিঃশেষ জীবনের পটভূমি যায়

ওগো যায় বুঝি ভাঙিয়া যায়...

এমন সময় আসিয়াছিল মোর মৌসুমী

আমার হিয়ারও আঙিনায়...

আমি ছিলাম মরুপথে ওই

সাথী মোর ধু-ধু বালুচর...

এজীবন শূন্য প্রণয় এক নিঃশ্ব যাযাবর...

ক্ষণিক আসিয়া তায় দিলে তব দ্বারে ঠাঁয়

বাঁধিয়াছিলে অন্তরে প্রেমঘর।

কতো ঝর আসি সহসা চলিয়া গিয়াছে নিরাশে

্যাথা ভরা মরসুম মিলায়েছে কুহেলিকায়।

পথ হারা পথিকেরে দিয়াছ দিশানায়

মিলায়েছ মিলনে তারে তোমার আঁখির সীমানায়।

হায় প্রিয়সি...!

শ্রেয়সী মম, কোন এক ক্ষণে মৃদুল

আসিয়াছিলো আঙিনায়।

আপনার ভ্রমো নাকি নিয়তির খেলা

খেলিবারে আসিয়া মোর বহিয়াগেছে বেলা...

হইয়াছিল ক্ষণিকের ভুলবোঝাবুঝি

বিষাদে ভরিয়াছে বিনিময়...

আমি সেই ঝড়ের কাছে চাহি ক্ষমা

তোমারেই চাই নিরুপমা।

হায় পাপিয়া মম প্রথম প্রেমের বীণায়

আজই মরসুমে মোর মরুভূমি তৃণচুমে ওই

ওই নিঃরাশার নিদালি ঘণায়....

এই রহিল মিনতি মম আবার আসিও আমার আঙিনা।।

কত প্রেম কতো সুক কতো তান

কতো শ্রদ্ধামাখা মালায় কতো আজ বাজে অভিমান...

এই অবসানে অবঠানে করি মিনতি

মোর অন্তিম সজ্জায়...

জীবনের এই শেষ বেলা সবই তার শেষ হলো খেলা।

বিদায়ে অস্তের আকুতি আজি

কাঁদিয়াক বেড়ায় ওগো পাপিয়া মম

তোমার আসার আশায় মম হিয়া তরী

মিলিবে বিজেন নিবির নীতির মোহনায়...

আবার আসিও বন্ধু....মম!

আমার হিয়ার আঙিনায়।।

(সমাপ্ত)

সুপ্রিয়া কবি পাপিয়া সাধুখাঁকে উৎসর্গকৃয় সাহিত্য।।

আমি প্রিয়াশ্রী কবির সুস্বাস্ব্য কামনায় আমার অন্তিম লগণের শেষ প্রীতিটুকু জানায়ে যাই।

সুখি হোউন জীবনে।।

(খুবই অসুস্থতার মাঝে কবিতাটি রচিত। ভুলত্রুটি মার্জণী।।

মিঠুন বিশ্বাস

Post a Comment

0Comments
Post a Comment (0)