একটা তুমি

0

একটা তুমি মমতা পাল

প্রতিটা মানুষের একটা তুমি থাকে!!!! সেই তুমিটার অস্তিত্ব হয়তো বাস্তবে থাকতে পারে
আবার নাও থাকতে পারে--- তবুও মানুষ সেই তুমি 'কে নিয়েই স্বপ্ন দেখে---।
হাসে,কাঁদে,অভিমান করে, রাগ করে,ভালোবাসে। এভাবেই চলে তার সাথে প্রতিনিয়ত স্বপ্নের সহবাস। এই তুমি ছাড়া প্রতিটা মানুষ অর্থহীন--- তাকে নিয়েই তার বেঁচে থাকা,
সে তার প্রেরণা।দিনশেষে তাকেই সে খুঁজে ফেরে----- মনের কথা বলে--- কল্পনায় জাপটে ধরে বুকের মাঝে। এই তুমিটা হতে পারে তার রক্তের কেউ--- আবার রক্তের নাও হতে পারে হতে পারে সম্পূর্ণ অপরিচিত যাকে সে কোনদিনও দেখেনি--- অথচ তাকে সে ভালোবাসে, বিশ্বাস করে,ভরসা করে। কল্পনার সব রং দিয়ে তাকে সে গড়ে--- একটা ছোট্ট ঘর তৈরি করে--- তার জন্য মনের ভিতর এক অজানা ছটফটানি এক অহেতুক আশংকা--- তাকে এক পলক দেখার জন্য মনটা আকুলি বিকুলি করে--- তার একটা কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে--- তার স্পর্শ তাকে অন্য জগতে বিচরণ করায়--- তাকে ভাবতে শেখায়--- সে তারই মাঝে সব সুখ খোঁজে। সব! সব!! সব!!!!!! সে একটুখানি কষ্ট দিলে বুকটা ভেঙে যায়----।
চোখ ফেটে জল আসে---- মনটা পুড়ে যায়---- রাতে ঘুম হয়না--- খেতে ইচ্ছে করে না---- ভালো কথা ও ভালো মনে হয়না--- সারাক্ষণ রাগ,মন মরা,হতাশা কাজ করে। মনে হয় কি যেন নেই----- পৃথিবীটা তার কাছে তখন অসহ্য মনে হয়--- মনে হয় জীবনটা বেরিয়ে গেলেই ভালো হত। সেই তুমিটাকে সে যে কতকিছু জোর করায় তার ভালোলাগা,মন্দ লাগা---- তার অনুভূতি ---- সব! সব!! সব!!! যখন সে পারেনা তখন তার কষ্ট লাগে---- রাগ হয় নিজেকে হেয় মনে হয়। তাইত একটা তুমি হয়তোবা তাকে বাঁচিয়ে রাখে আজীবন হোক না সে শুদ্ধ-- নতুবা অশুদ্ধ---- হোক না সে একই ধর্মের---- না হয় একই গোত্রের---- তবুও তুমি সে তো তুমি-ই---- যার তুলনা হয়তবা নেই।

Post a Comment

0Comments
Post a Comment (0)