জগতের শ্রেষ্ঠ কর্মী _ পার্বতী বালা

0



জগতের শ্রেষ্ঠ কর্মী 

পার্বতী বালা

-----------------

কৃষক-শ্রমিক- জেলে

মেথর-তাঁতি- মুচি,

তোমরাই গড়ো জগতটারে

তোমরাই করো শূচি।

তোমরাই স্বর্গ বিশ্বকর্মা

এই মর্ত্য ধরাধামে,

অশুচি বলে-নরাধম যে

নাম ধরে নামে।

কর্ম যদি সেবাই হবে

ধর্ম তারে মানি,

কে বসাতে পারে তারে

ধুলায় এনে টানি।

কর্ম যদি মান না- পায়

মুখ ফেরালে চাষা,

হা-ভাত হাঁড়ি জগত জুড়ে

জীবনটা- দুরাশা।

শ্রমিক যদি ঘাম না ঝরাতো

উঠতো না তো প্রাসাদ,

তুমিও হতে পথবাসী

থাকতো কোথা তফাৎ ?

জেলে যদি মাছ না ধরে

পুষ্টি কোথা সুষম বল,

দুধ ঘি আর কত- মেলে

আর চাষা হলে বিকল ?

শূচি আছো 'বাবু' তুমি

- মেথর আছে বলে,

নইলে ভাগাড় হতো ধরণী

হতো না-কি তাহলে ?

পাট ভেঙে যা পরো সবে

- যে সুশ্রী বস্ত্র-শাড়ি

অঙ্গ লজ্জা ঢাকে যে সদা

অনেক শ্রমে তা তৈরি।

মুচি কাকে বলো ? সে-তো এক

মহান কর্ম ঋষি,

সতত কর্মে মগ্ন হয়ে

কাজ করে দিবা নিশি।

তোমার চরণ যুগল ঢাকে

ভেবো না তারে নিচু,

নইলে ধুলোয় ঢাকতো চরণ

না হতে বড়- উঁচু।

কেবা বড়ো আর কে বা ছোট

তা ভেবো না আপাত দেখে,

যারা অকাতরে সেবিছে জগত

তারে বুক পেতে।।

------------

১লা মে ২০২১

 

Post a Comment

0Comments
Post a Comment (0)