এভাবে হারতে চাই না _ শামসুন ফৌজিয়া

0



এভাবে হারতে চাই না

শামসুন ফৌজিয়া

 

আমি রেড জোন থেকে বলছি

ভীষণ কষ্ট হচ্ছে !

নিঃশ্বাস নেয়ার ক্ষমতা লোপ পাচ্ছে !

বুঝতে পারছি পৃথিবী থেকে

নিতে হবে বিদায় !

বলতে হবে হে পৃথিবী বিদায় !

এতোদিন বুক ভরে কত লম্বা করে করে

শ্বাস নিয়েছিলুম !

সবুজ বনানীর ভেতর শুধুই অক্সিজেন !

আজ অবেলায় নেই ক্ষমতা তা নেয়ার

আমার হাত পা পুরো টা শরীল

কন্ট্রোল হারাচ্ছে ,

চোখের সামনে শেষ বারের মত ভাসছে

মুখগুলি , মায়ের , বোনের , বাবার আর

প্রেয়সীর

আমি এভাবে চলে যেতে চাই না

আমার যে কিছু কাজ রয়ে গেছে ,

পুরোটা জীবন পড়ে রইলো !

মাকে সুখী করতে হবে !

বোন কে ডাক্তার বানাতে হবে ,

বাবার ভীষণ শখের বাংলা টাইপ বাড়ি করে দিতে !

আর প্রেয়সীর জন্য !

আমি ওঁর জন্য নিজেকে তৈরী করতে চাই !

ওঁকে পেতে হলে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে

আমি এভাবে পরাজিত হতে চাই না

বাবার স্বপ্ন ! মায়ের সুখ ! বোনের ডাক্তার হওয়া

সব স্বপ্ন গুলো কি মুখ থুবড়ে পড়ে যাবে ?

ভীষণ কষ্ট নিয়ে শেষ বারের মত গত সপ্তাহে

মাকে কল দিলুম !

তাদের কথা শুনলাম ! কিছুই বলতে পারলাম না

সব আব্দারগুলো গুনে গুনে জমা রাখলাম !

এবার যদি একটি বারের মত দাঁড়াতে পারি

সত্যি বলছি অনেক ডলার কামাবো !

এভাবে হারতে চাই না

মা, বাবা , বোনকে দেখার কেউ নাই যে !

আর প্রেয়সীর মুখখানা চাঁদের মত ভেসে উঠে

ফোন এলেই কেটে দেই বা রিং শুনে

রিসিভ করতে পারিনা

আমি চলে যাবার পর বেচারী ভাববে

আমি নিষ্ঠুর !

তখন তার আমাকে ভুলতে সহজ হবে

আমি ধীরে ধীরে হেরে যাচ্ছি !

ডুবে যাচ্ছি অসীমে -

অথচ এভাবে চলে যেতে চাইনি !

হে পৃথিবী বিদায় !

হে বিধাতা তোমার কাছে চলে আসছি ,

তুমি আমাকে একটু সুযোগ দেও ...

এই বারের মত প্রাণ দাও , আয়ু দাও -

আমার মায়ের জন্য , বাবার জন্য , বোনের জন্য

ওদের সব আশা পূরণ হয়ে গেলে ছুটে যাবো

প্রেয়সীর কাছে ,

ওঁর হাত টা ধরে হাঁটব রোদ্দুরে

বি.দ্র. লেখাটি গত বছরের।কোন এক ইলিগ্যাল করোনায় হাসপাতালে ভর্তির পর রুমমেট দীর্ঘ দুমাসে তার কোন খোঁজ পায়নি। এই নিউজ হতে লেখা

Shamsun Fouzia

05/03/2020

New York

 

Post a Comment

0Comments
Post a Comment (0)