ঘাট পাড়ের মেলা _ সোহরাব হোসেন

0


ঘাট পাড়ের মেলা

......... ……...

সোহরাব হোসেন

সেদিন বিকাল বেলা প্রকৃতি বেশ হালকা মেঘলা ছন্ন মৃদু মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে, ওদিকে ঘাট পাড়ে জমিয়ে বসেছে লাঠি খেলার মেলা, আবার ঘাটের মাঝি আবুল মোল্লার শুভ হালখাতার মাইকে রংপুরে গানগুলো খুব জোরে বাজছে।

মেলার ঢোলের শব্দে আশপাশ কয়েক গ্রামে ডুম ডুম আওয়াজে ছেলে মেয়েরা আনন্দে মেলায় ছুটে যাচ্ছে।

রুদ্র, রজব দুই ভাই মেলায় যাওয়ার জন্য ওর মায়ের সাথে বায়না শুরু করেছে ---কি আর করার দুই ভাই কে

ওর মা দশ টাকার দুটি নোট দিল টাকা পেয়ে রুদ্র, রজব খুব খুশি হয়ে মেলায় রওনা দিল।

রুদ্র বড় ক্লাস ফাইভে পড়ে, রজব শিশু শ্রেনীতে পড়ে সেক্ষেত্রে রুদ্র প্রায় অনেক বুদ্ধিমান তাই মেলায় যায় আর বলে প্রথমে দুই ভাই একটু লাঠি খেলা দেখবো তারপরে পাঁচ টাকার পেজি ও আইসক্রিম কিনে খাবো আচ্ছা ভাইয়া। রজব বলে আচ্ছা ভাইয়া।

রজব যদিও ছোট কিন্তু সে টাকা ভালো করে চিনতে পারে। বরাবরি তারা মেলায় পৌছেলো একটু খেলা উপভোগ করার পর দুইভাই দুটি লাল আইসক্রিম কিনে খাচ্ছে আর নদীর পাড়ে হাঁটচ্ছে, হঠাৎ কিছুক্ষন হাঁটার পর দেখে একজন মা তার ছেলেকে হারিয়ে কাঁদছে আর খুঁজিতেছে রজব বলে ভাইয়া উনি কান্না করছে কেন?

ভাইয়া বলে উনার ছেলেটি মেলায় হারিয়ে গেছে তাই -

তারপর তারা দুই ভাই আইসক্রিম খাওয়া হলে পেজি খাওয়ার জন্য ঘাটের উপর বাকের চাচার পেজির দোকানে যায় এবং পাঁচ টাকার পেজি কিনে ঘাট থেকে একটু দুরে বসে পেজি খাচ্ছে আর নদীর পানি দেখছে হঠাৎ ছোট ভাই রজব বলে ভাইয়া দেখ নদীর পানিতে একটা ছেলে ডুবতেছে, রুদ্র বলে হ্যাঁ তাই তো!

অমনি রুদ্র বাকের চাচা কে ডেকে বলে চাচা দেখুন নদীতে একটা ছেলে ডুবে যাচ্ছে ওকে বাঁচান, তখন রুদ্রের কথা শুনে কয়েক জন লোক ছুটে আসে এবং শিশুটিকে পানি হতে উদ্ধার করে।

তারপর দেখে শিশুটি বেশ পানি খেয়েছে, শিশুকে বাঁচাতে কেউ কোন বুদ্ধি না পেলে রুদ্র ততক্ষণে বলে আমি বিজ্ঞান বইয়ে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পড়েছি পানিতে পড়া লোকদের কিভাবে রক্ষা করতে হয় ও তাদের চিকিৎসা করতে হয়। হ্যা রুদ্র তখন শিশুটির পেটে চাপ দিল আর মুখ দিয়ে গলগল করে কিছু পানি বের হয়ে আসলো। কিছুক্ষণ পরে শিশু টি সুস্থ হয়ে উঠল।

তারপরেও কেউই শিশুটিকে সনাক্ত বা চিনতে পারল না, যে এটা কার ছেলে সবাই চিন্তা করছে কিভাবে এই শিশুকে তার মা বাবার কাছে পৌঁছে দেওয়া যায়।

তখন রুদ্র বলে আপনারা শুনুন মেলার মাইকে ঘোষনা করুন একজন ছোট ছেলে পাওয়া গেছে মাইকের নিকট হতে নিয়ে যাবেন।

সবাই রুদ্র র কথা শুনে অবাক হলো বাবা তোমার দারুণ বুদ্ধি ঠিক আছে তুমি বলে দাও মাইকে -------------

রুদ্র এবার মাইকে বলে সুপ্রিয় মেলার লোকজন আপনারা শুনুন একটি ছোট শিশু মেলায় হারিয়ে গেছে ছেলেটিকে পাওয়া গেছে, যার ছেলে তিনি মেলার মাইকের নিকট হতে নিয়ে যাবেন।

এবার প্রায় বেলা ডুবতে গেছে ছোট ভাই রজব বলে ভাইয়া চল এখন বাড়ীতে যাই সন্ধ্যার আযান পড়বে।

তারপর দুই ভাই বাকী দশ টাকার লম্বা দুটো আখ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ী ফিরে রুদ্র, রজব তাদের মাকে বলে দেখো তোমার জন্য আখ (কুশোর) কিনে এনেছি। মা খুব খুশি হয়ে দুই ভাই কে চুমা দিয়ে বলে তোরা আমার লক্ষী ছেলে।

Post a Comment

0Comments
Post a Comment (0)