মিনুর স্বপ্ন _ বিপাশা খাতুন

0



মিনুর স্বপ্ন

.........…...

বিপাশা খাতুন 

মিনু চলছে স্কুলে। সাথে তার ভাই রনিও আছে। আজ মিনুর খুব আনন্দ। স্কুল যাওয়ার আনন্দ। সেই কবে থেকে স্কুল যাওয়ার আনন্দ নেই। মিনু প্রায় দৌড়েই যাচ্ছিল। রনি বললো, এই মিনু আস্তে যা, পরে যাবি তো। মিনু বলে, ভাইয়া তুমি ভেবোনা আমি পরবো না। আমার আজ খুব আনন্দ হচ্ছে, স্কুল যাওয়ার আনন্দ।

মিনু স্কুলে গিয়ে শ্রেণিকক্ষে বইয়ের ব্যাগ রেখে দৌড়ে মাঠে চলে যায়। এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরে গোল হয়ে দৌড়াতে শুরু করলো। আবার কখনো গোল হয়ে খেলছে ও বলছে-

তোমার সবে বলতে পার

একটি করে ফুলের নাম

যেমন ধরো- শাপলা।

এরপর মিনু দৌড়ে গিয়ে উঠে পরলো স্লিপারে বা কখনো উঠছে দোলনায়।

আনন্দ যে আর ধরছে না মিনুর। কখনো খেলছে কানামাছি ভোঁ ভোঁ, আবার কখনো রশি টানাটানি। কখনো বন্ধুরা মিলে করছে কিছু শারীরিক কসরত। এতে তাদের শরীর ও মন দুই-ই ভালো থাকবে।

মিনুর খেলা যেন শেষই হতে চায় না। একটার পর একটা খেলেই চলছে। এক্কাদোক্কা, ওপেনটি বায়স্কোপ, আরও কত খেলা। আজ মিনুকে কেউ ক্লাসে যেতে বলছে না। আর মিনুরও মনে হচ্ছে, কতদিন সে বন্ধুদের সাথে খেলেনি। তাই আজ সারাদিন মিনু শুধু খেলবে আর খেলবে।

হঠাৎ মিনুর ঘুম ভেঙে গেল। মিনু দেখল সে নিজের বিছানায়। মিনুর মন খারাপ হয়ে গেল। মিনুর মা মিনুর পাশে এসে বসলো। মিনুকে আদর করে কাছে নিয়ে বললো, কি হয়েছে আমার মিনু মার? মন ভার কেন?

মিনু তার স্বপ্নের কথা মাকে বললো। মা শুনে মিনুকে বললো -

মিনু মামনি, দেখো, তোমার স্বপ্ন সত্যি হবে। তুমি আবার স্কুলে যেতে পারবে। আবার বন্ধুদের সাথে খেলতে পারবে। এখন আমরা করোনা-কালীন সময় পার করছি, তাই তোমার স্কুল বন্ধ।

আমরা সবাই স্বাস্থ্য বিধি মেনে চলব এবং অন্যদেরকেও মেনে চলার উৎসাহ দেব। নিশ্চয়ই আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দিনগুলো পূর্বের মত স্বাভাবিক করে দেবেন। মিনুর মা মিনুকে ' আমিন' বলতে বললো।

মিনু মায়ের কথার উত্তরে অনেক বিশ্বাস নিয়ে দু চোখ বন্ধ করে বলল-

আমিন।

 

Post a Comment

0Comments
Post a Comment (0)