এক পৃথিবী তুমি
হাসনাহেনা রানু
❑
এক দিন, দু'দিন করে এভাবে
কেটে গেছে অনেকটা সময় ,
তোমার চোখে চোখ রেখে আমি
ভালোবাসার মানে বুঝতে শিখেছি
স্বপ্নের মানে খুঁজেছি ..
আমাকে তুমি দুঃখ নামেই ডেকো ,
এক দুঃখ ছাড়া আমার আছেটা কি বলো ?
আমি দেখিনা কখনো নীলাকাশ ..
আমি নিতে পারিনা জ্যোৎস্নার ঘ্রাণ
কখনো মুঠোভর্তি শিউলি কুড়ানো হয়নি
কখনো বকুলের মালা গেঁথে কারো অপেক্ষায় থাকিনি
-------
আমার এক ফোঁটা চোখের জল ,
বিরহ কবিতার পংক্তি মালা হয়ে গেছে ..!
❑
তোমাকে প্রথম দেখাতেই নীলাকাশ দেখেছি
আমি এক নীলাকাশ চিনি ,
কত দিন -
কতক্ষণ নীলাকাশ নিঃসঙ্গ থেকেছে
আমার মতো -
নীলাকাশের সীমাহীন কষ্ট নীলে চোখ রাখতেই
মনে হয়েছে ..
এক সমুদ্র গভীর শূন্যতার চোরাবালিতে ডুবে যাচ্ছি
আমি
একটু একটু করে
আমার সামনে সীমাহীন সমুদ্র ..!
❑
তার বুকে অন্য এক জাগতিক পৃথিবী -----
সে পৃথিবী ছুঁয়ে আছ কেবলই তুমি ।
❑
তুমি আকাশ না পৃথিবী -
তুমি সমুদ্রের নৈঃশব্দ্যের গহীন বালুচরে জেগে
ওঠা ..
অনিন্দ্য সুন্দর এক পৃথিবী ...!

