বন্ধু মানেই মমতা পাল
 
বন্ধু মানেই অথৈ সাগরে  
    বাড়ানো দু'টো হাত 
বুকের পাঁজরে জড়ায়ে ধরে
    কাটানো দুঃখের রাত। 
বন্ধু মানেই শ্রাবণ আকাশে
    ঝরো ঝরো ঝরা বৃষ্টি 
অপরাজিতার নীলে নীলে যেন
   বলাকার শুভদৃষ্টি। 
বন্ধু  মানেই কাঠফাটা রোদে
   তৃষ্ণার বারিধারা 
সোনালি ধানের মিষ্টি সুবাসে
   সুখেতে আত্মহারা।
বন্ধু মানেই খুনসুঁটি আর
   লক্ষ লুকানো হাসি
শরৎ প্রভাতে শিশিরে শিশিরে
   ভালোবাসা রাশি রাশি। 
বন্ধু মানেই  অভিমান ভরা 
   ছল ছল দু'টো আঁখি
 গহীন মনের গহীন কোণেতে
   ভালোবাসা মাখামাখি। 
বন্ধু মানেই ঝাঁঝালো দুপুরে
    একটু শীতল ছোঁয়া 
হেমন্তের পাতা ঝরা বুকে
   শিরশিরে কিছু হাওয়া। 
বন্ধু মানেই বিশ্বাস আর 
  ভরসার কিছু ছায়া
হারতে হারতে সবসুখগুলো
 বন্ধুকে শুধু দেওয়া। 
বন্ধু মানেই এক জনম নয়
  হাজারও জনম সাথী
হাসতে হাসতে দুঃখগুলোয়
  পার করা সারা রাতি।
বন্ধু মানেই হাজার ও কষ্ট
  দু' জনায় ভাগ করা
যতই আসুক ঝড় ঝঞ্জা
  যতই আসুক খরা।
বন্ধু মানেই চেয়ে চেয়ে থাকা 
   আধো আধো ফোটা ফুল
বুকের মাঝেতে রাখে গো লুকিয়ে 
   যদি কিছু হয় ভুল।
মম
রামপাল 
বাগেরহাট।

